Advertisment

মেসির চাচার খেলা দেখে মুগ্ধ বীরেন্দ্র শেহবাগ

এর আগেই ফিফা মরসুমে ভাইরাল হয়েছিল এই প্রৌঢ়ের ফুটবল খেলার ভিডিও। তবে তখন অনেকের নজর এড়িয়ে গেলেও, এবার আর তা হবে না। কারণ এখন শেহবাগ রয়েছেন সঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update

৩০ সেকেন্ডের ভিডিও, নজর কেড়েছে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের। তার আগেই ফিফা মরসুমে ভাইরাল হয়েছিল এই প্রৌঢ়ের ফুটবল খেলার ভিডিও। তবে তখন অনেকের নজর এড়িয়ে গেলেও, এবার আর তা হবে না। কারণ শেহবাগের মান্যতা পেয়ে এবার খবরের শিরোনামে এই ব্যক্তি, যিনি অবিশ্বাস্য দক্ষতায় ফুটবলে লাথি মেরে ঢুকিয়ে দিতে পারেন দূরের একটি ছোট জানালার মধ্যে। তাই দেখে মুগ্ধ হয়ে শেহবাগ লিখেছেন, এই বয়সে এই স্কিল ভুলিয়ে দেবে ফ্রান্স, ইংল্যান্ড, এবং ক্রোয়েশিয়াকে। ইনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় #MessikeChacha নামেই পরিচিত।

Advertisment

france viral Croatia 2018 FIFA World Cup
Advertisment