New Update
বন্ধুদের সঙ্গে নৌকায় চেপে ঘুরতে গিয়েছিল ইসা, ছবি তুলতে গিয়ে জলে পড়ে যায় তার ফোন। খানিক পড়ে সেই ফোন ফিরিয়ে দেয় বেলুগা তিমি। সম্প্রতি সে ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। হবে নাই বা কেন , মাছেরও যে এমন বোধবুদ্ধি থাকতে পারে তা কেই বা জানত! যে ভিডিওটি ক্রমান্বয়ে শেয়ার হয়ে চলেছে তাতে দেখা যাচ্ছে মাছ জলের তলা থেকে উঠে আসছে এবং তার মুখে রয়েছে আইফোন। সেও জানে বর্তমানে কত মূল্যবান সেটি। ঘটনাটি ঘটেছে নরওয়ের হামারফেস্ট হার্বারে।
দেখুন ভিডিও :
Advertisment
Read the full story inEnglish