New Update
/indian-express-bangla/media/media_files/hV37g7bkKzPDKl44plji.jpg)
Zomato Food Delivery Case: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে তীব্র হচ্ছে প্রতিবাদের আওয়াজ। তা সত্ত্বেও দেশ জুড়ে মহিলাদের উপর একের পর যৌন হয়রানির ঘটনা সামনে আসছে। প্রশ্ন উঠেছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে এক মহিলার পোস্ট যেখানে তিনি এক Zomato ডেলিভারি এজেন্টের হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেছেন। সেই সঙ্গে মঙ্গলবার রাতের ভয়াবহ ঘটনার কথা সর্বসমক্ষে তুলে ধরেন।
এক্স-এ এক পোস্টে ওই মহিলা জানিয়েছেন, 'প্রবল বৃষ্টির মধ্যে তিনি জোম্যাটো থেকে একটি কফির অর্ডার দেন। বৃষ্টির কারণে সেই অর্ডার ডেলিভারি করতে বিলম্ব হয়। আপত্তিকর ঘটনা প্রসঙ্গে ওই মহিলা জানিয়েছেন, শ্বেতাং জোশী নামে ডেলিভারি এজেন্ট তাকে খাবার ডেলিভারি করার পর দেরি হওয়ার জন্য ক্ষমা চান।
এরপর তিনি ওই মহিলাকে বলেন, বৃষ্টিতে আসতে গিয়ে তার দুর্ঘটনা ঘটে। ডেলিভারি এজেন্ট বারবার তার পায়ের দিকে ইশারা করে আঘাতের কথা উল্লেখ করে। এরপরই হঠাৎ করেই ওই ডেলিভারি এজেন্ট মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ করেন মহিলা।
Viral Video: গিটার হাতে এসআরকে অভিনীত ছবির গান! স্ট্রিট পারফরমেন্সে চমকে দিলেন চিনা তরুণী
পোস্ট অনুসারে, এরপর মহিলা ঘটনাটি Zomato কেয়ারের প্রতিনিধিকে গোটা বিষয়টি জানান। সব শুনে সংস্থার তরফে জানানো হয় "উভয় পক্ষের বিবৃতি শুনে ওই ডেলিভারি এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে"। যদিও পরে Zomato জানিয়েছে যে অভিযুক্ত এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে।