নির্মমভাবে এক বৃদ্ধা প্রহৃত হচ্ছেন আরেক মহিলার হাতে, নামমাত্র অপরাধে। কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, সবকিছুর মূলে শাশুড়ি-বৌমার ঝগড়া, তবে টিভির পর্দায় নয়, কঠোর বাস্তবে। সত্তরোর্ধ বৃদ্ধার নাম যশোদা পাল, অ্যামনেশিয়ার রুগী, স্বামীকে হারিয়েছেন কয়েক বছর আগে। তাঁকে মারছেন তাঁরই পুত্রবধূ স্বপ্না পাল, বিনা অনুমতিতে বাগান থেকে ফুল তোলার অপরাধে। গোটা ঘটনাটি ধরা পড়ে এক প্রতিবেশীর মোবাইল ফোনে, এবং ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করেন তিনি। নিমেষে সেই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, এবং পঁচিশ হাজারের ওপর শেয়ার। বাঁশদ্রোণী থানার সার্জেন্ট শুভ্র চক্রবর্ত্তীর নজরে আসে ওই ভিডিও, এবং বৃদ্ধার বাড়ি খুঁজে বের করে পুলিশ। জানা গেছে, এই দুর্ব্যবহার এবং শারীরিক নিগ্রহ নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল যশোদা দেবীর জীবনে। অভিযুক্ত গৃহবধূ স্বপ্না পাল কে গ্রেপ্তার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। উল্লেখ্য, কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকেও ভিডিওটি ভাইরাল হওয়ার মুখে।
শাশুড়িকে নিষ্ঠুর প্রহার পুত্রবধূর, ভিডিও ভাইরাল করলেন প্রতিবেশী
সত্তরোর্ধ বৃদ্ধার নাম যশোদা পাল, অ্যামনেশিয়ার রুগী, স্বামীকে হারিয়েছেন কয়েক বছর আগে। তাঁকে মারছেন তাঁরই পুত্রবধূ স্বপ্না পাল, বিনা অনুমতিতে বাগান থেকে ফুল তোলার অপরাধে।
Written byIE Bangla Web Desk
সত্তরোর্ধ বৃদ্ধার নাম যশোদা পাল, অ্যামনেশিয়ার রুগী, স্বামীকে হারিয়েছেন কয়েক বছর আগে। তাঁকে মারছেন তাঁরই পুত্রবধূ স্বপ্না পাল, বিনা অনুমতিতে বাগান থেকে ফুল তোলার অপরাধে।
New Update
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন