পোকা ভরা পার্সেল চুরি করে ফ্যাসাদে পড়লেন মহিলা, দেখুন ভিডিও

author-image
IE Bangla Web Desk
New Update

কেউ অভাবে কেউ বা স্বভাবে চুরি করে থাকেন। কিন্তু চুরি করা যে মন্দ কাজ সে আর বলার জো রাখে না।  চুরি করে পার পেয়ে গেলে পরের বার চুরি করার ক্ষেত্রে সাহস বেড়ে যায়। কিন্তু একবার সেই চোরকে সায়েস্তা করা গেলে সে পথে পা বাড়াতে একটু হলেও দ্বিধাবোধ করতে পারেন চোর বাবাজি। ঠিক এমনই করল ফ্লোরিডার এক বাসিন্দা।

Advertisment

এক মহিলা দরজার সামনে পড়ে থাকা এক পার্সেল চুরি করে পালাচ্ছিলেন, কিন্তু তিনি জানতেন না ওই পার্সেলের ভিতরে কি রয়েছে। ভিডিওটি পোস্ট করেছেন শেলি ড্রেভস। সঙ্গে জানিয়েছেন প্যাকেজটির মধ্যে পোকা ভরে রেখেছিলেন তিনি। ডোরবেলের ক্যামেরায় রোকর্ড হয়েছে সমগ্র ঘটনাটি।

Advertisment

একইসঙ্গে পরামর্শও দিয়েছেন, আপনি যদি দেখেন কোনো বাড়ির সামনে ​​কুরিয়ার পরে আছে তাহলে নিশ্চিত করুন যে দরজায় RING আছে কিনা এবং বক্সটির নেওয়ার আগে চেক করে নেবেন তাতে ঠিক কি রাখা আছে।

আশা করা যাচ্ছে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন ঐ মহিলা চোর। তবে তার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে তিনি আগেও এ কাজ করেছেন। কিন্তু এবার হাতেনাতে তার শাস্তিও পেয়েছেন।

Read the full story in English

viral