S Jaishankar Attacked: জয়শঙ্করের গাড়ির সামনে ছুটে এল খালিস্তানি! তেরঙ্গা ছিঁড়ে অপমান, স্তম্ভিত বিশ্ববাসী

S Jaishankar Attacked: ব্রিটেন সফরে গিয়ে হামলার মুখে পড়লেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তাঁর গাড়ির কাছে চলে যান বলে অভিযোগ। সেই সঙ্গে ছেঁড়া হয় ভারতের জাতীয় পতাকা।

author-image
IE Bangla Web Desk
New Update

ব্রিটেন সফরে গিয়ে হামলার মুখে পড়লেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলাকারীরা তাঁর গাড়ির কাছে চলে যান বলে অভিযোগ। সেই সঙ্গে ছেঁড়া হয় ভারতের জাতীয় পতাকা। সূত্রের খবর, বিদেশমন্ত্রীর উপর ওই হামলার নেপথ্যে রয়েছেন খালিস্তানপন্থীরা। বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর। খালিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন অদূরে রাস্তার উপর। পুলিশের সামনেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তাঁরা। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় এক ব্যক্তি ছুটে যান। বিদেশমন্ত্রীর গাড়ির সামনেই ছিঁড়ে ফেলা হয় পতাকা। 

S jaishankar Khalistani Britain Khalisthan