Panagarh CCTV footage: পানাগড়ে তরুণীর মৃত্যুর রাতে ঠিক কি ঘটেছিল, সামনে এল সিসিটিভি ফুটেজ

Panagarh CCTV footage: তরুণীকে অশ্লীল ইঙ্গিত, তারপর ধাওয়া করে একাধিকবার তাঁর গাড়িতে ধাক্কা। গাড়ি উল্টে মৃত্যু হয় তরুণীর ৷ চারচাকা গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা।

author-image
IE Bangla Web Desk
New Update

তরুণীকে অশ্লীল ইঙ্গিত, তারপর ধাওয়া করে একাধিকবার তাঁর গাড়িতে ধাক্কা। গাড়ি উল্টে মৃত্যু হয় তরুণীর ৷ চারচাকা গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে পানাগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। সামনে এল সেদিন রাতের সিসিটিভি ফুটেজ। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাওয়ার পর ঠিক কি ঘটেছিল?

West Bengal West Bengal Police West Bengal News CCTV Footage west bengal latest news Panagarh Accident