New Update
সব থেকে বড় সরস্বতী ঠাকুর বানিয়ে তাক লাগিয়ে দিল বাটানগর! অন্তত এমনটায় দাবি উদ্যোক্তাদের। প্রায় দশতলা সমান। ১১১ ফুটের সরস্বতী। শুনতে অবাক লাগলেও দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বাটানগরে এবারের সরস্বতী পুজোয় নতুন চমক। এখানে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার আদলে মণ্ডপ। দেখুন সেই ভিডিও।