কুমির… এই নামটি শুনলে যে কোন সাধারণ মানুষের ভয় পেতে বাধ্য। বিপজ্জনক এই বন্য প্রাণীটিকে নিয়ে হামেশাই নানান ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে এক মারাত্মক ভিডিও। যাতে এক যুবককে নৌকাতে বসে জলে পা ডুবিয়ে একটি কুমিরকে কিছু একটা খাওয়াতে দেখা যাচ্ছে।
ভিডিওটি দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক নৌকার একেবারে ধারে জলে পা ডুবিয়ে বসে আছেন। জলে একটি কুমির সাঁতার কাটছে। যুবকটির সামনে থেকে হাত বাড়িয়ে কতগুলি মাংসের টুকরো কুমিরটি খেতে দেয়, কুমিরটি যুবকের পায়ে ভর দিয়ে উঠে খাবার খাওয়ার চেষ্টা করে। সেই সময় ওই যুবক বেশ কয়েকবার খাবার টিকে কুমিরের নাগালের বাইরে নিয়ে যাওয়ার কুমিরটিকে খাবার খেতে দুই বা তিনবার উপরের দিকে লাফ দিতেও দেখা যায়। কিন্তু শেষমেশ কুমিরটি যুবককে কোন আক্রমণ না করেই খাবার খেয়েই সাঁতরে জলে নেমে যায়।
এই ভিডিওটি টুইটারে @BornaAKang এর আইডি থেকে শেয়ার করা হয়েছে। ১৫ লক্ষের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আপনি যে সাহস দেখিয়েছেন তা না দেখানোই ভাল,”