Advertisment

Trending Video: খাল থেকে বেরিয়ে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা, জলদানবের ভিডিও দেখে বুক কেঁপে উঠবে!

ভিডিওটি লোকের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bulandshahr,bulandshahr police,UP News, Bulandshahr news, Bulandshahr latest news, Bulandshahr viral video, Bulandshahr update

ভিডিওতে একটি বিশালাকার কুমিরকে রেলিং বেয়ে ওঠার চেষ্টা করতে দেখা যায়।

Crocodile Viral Video: খাল থেকে বেরিয়ে এল ১০ ফুট লম্বা কুমির। তারপরই রেলিং টপকে বেরিয়ে যাওয়ার চেষ্টা জলদানবের। রুদ্ধশ্বাস এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠাণ্ডা স্রোত বইতে শুরু করেছে নেটজনতার।

Advertisment

উত্তর প্রদেশের বুলন্দশহরের একটি ভিডিও বুক কাঁপিয়ে দিয়েছে। ভিডিওতে একটি বিশালাকার কুমিরকে রেলিং বেয়ে ওঠার চেষ্টা করতে দেখা যায়। এমনই এক ভিডিও লোকের হৃদস্পন্দন বাড়িয়েছে।

আরও পড়ুন - < Trending Video: লুঙ্গি পরে লণ্ডনের রাস্তায় সটান হাজির তরুণী, একেবারে হৈ-হৈ কাণ্ড, দেখুন সেই ভিডিও >

ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যা দেখে নিজের চোখকে কার্যত বিশ্বাস করতে পারছেন না লোকেরা। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে কুমিরটি পাশের একটি খাল থেকে বেরিয়ে এসে দিয়ে পাশের এলাকায় প্রবেশ করে।

ভিডিওতে দেখা যায়, কুমিরটি একটি রেলিং বেয়ে নিচে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে। তবে রেলিং টপকাতে ব্যর্থ হয় কুমিরটি। এবং সে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা উত্তর প্রদেশের বন কর্মকর্তাদের বিষয়টি জানাতেই তারা ছুটে আসেন। তারপরে বন রেঞ্জ অফিসার মোহিত চৌধুরী, কুমির উদ্ধার বিশেষজ্ঞ পবন কুমারকে সঙ্গে নিয়ে কুমিরটিকে উদ্ধারের কাজ শুরু করেন। জানা গিয়েছে স্ত্রী কুমিরটিকে ধরে পরে সেটিকে পরে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।

Viral Video viral Trending News
Advertisment