Advertisment

হাত নেই, স্কুল থেকে ফিরে মাস্ক বানাচ্ছে দশ বছরের মেয়ে

“প্রথমদিকে আমি এক হাতে সেলাই করতে দ্বিধা বোধ করি। আমার মা আমাকে মাস্ক সেলাই করতে সাহায্য করে। এখন সবাই আমার প্রশংসা করছে,”

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল: চিনে টর্নেডো, ছাগলের পিতৃত্ব পরীক্ষা

কর্ণাটকের উদুপি-র দশ বছরের এক ছাত্রী দক্ষতার সঙ্গে মাস্ক তৈরি করছে এবং স্কুল শেষে এই কাজ সে করছে। পরীক্ষায় অংশ নেওয়া এসএসএলসি শিক্ষার্থীদের কাছে বিতরণ করার পরে অনলাইনে প্রশংসিত হয়েছে এই ছোট্ট খুদে।

Advertisment

মাউন্ট রোজারি ইংলিশ মিডিয়াম স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিন্ধুরী। বাম হাত ছাড়াই জন্মগ্রহণ করে সে। এখন তাঁর বয়স ১০। প্রতিদিন প্রায় ১৫ টি করে মুখোশ বানায় সে।

মহামারীর সময় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা নেট নাগরিকদের মন কেড়েছে।

নিউজ এজেন্সি এএনআই-এর খবরে বলা হয়েছে, সিন্ধুরী মহামারী চলাকালীন মানুষের জন্য এক লক্ষ মুখোশ সেলাইয়ের লক্ষ্য উপনীত হয়েছে।

ছোট্ট খুদে সংবাদ মাধ্যমকে জানায় “প্রথমদিকে আমি এক হাতে সেলাই করতে দ্বিধা বোধ করি। আমার মা আমাকে মাস্ক সেলাই করতে সাহায্য করে। এখন সবাই আমার প্রশংসা করছে,”।

Read the full story in English

COVID-19 covid
Advertisment