New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-276.jpg)
তোলপাড় ফেলা কাণ্ডেই জিতে নিল সেরার শিরোপা, না দেখে নির্ভুল দাবার গুঁটি সাজিয়ে বিশ্বরেকর্ড
ভবিষ্যতে একজন মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন তাড়া করে বেড়ায় একরত্তি এই মেয়েটিকে।
তোলপাড় ফেলা কাণ্ডেই জিতে নিল সেরার শিরোপা, না দেখে নির্ভুল দাবার গুঁটি সাজিয়ে বিশ্বরেকর্ড
অনেকেই আছেন যারা দাবা খেলতে ভালবাসেন। অনেকের কাছে রীতিমত কঠিন এক খেলার নাম দাবা। তবে এখনও পর্যন্ত কাউকে চোখ বন্ধ করে নির্ভুলভাবে দাবার গুঁটি সাজাতে দেখেছেন? হয়তো কেউ’ই আমরা দেখেনি। আর এই অসম্ভবকে সম্ভব করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ছিনিয়ে নিল বছর ১০-এর এক কিশোরী। চোখ বাঁধা অবস্থাতেই দাবার বোর্ডে রাজা-মন্ত্রী-নৌকা-ঘোড়া সঠিক জায়গায় সাজিয়ে তাক লাগিয়ে দিয়েছে পুনিথামালার রাজশেখর। এর জন্য সে সময় নিয়েছে মাত্র ৪৫.৭২ সেকেণ্ড।
স্কুল প্রাঙ্গণে একটি ইভেন্ট চলাকালীন, এই বিরল প্রতিভার সাক্ষী থাকেন তার বাবা-মা এবং শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের পর পুনিথামালার রাজশেখর বলেছিলেন, 'আমার বাবাই আমার কোচ, আমরা প্রায় প্রতিদিন একসঙ্গে খেলি।' অন্যান্য মানুষকেও অনুপ্রাণিত করেছে এই ছোট্ট মেয়েটি।
কিশোরী জানিয়েছে ‘আমি ইতিমধ্যে কিডস গট ট্যালেন্টের মতো বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছি এবং স্বীকৃতি পেতে আরও ভাল কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। পুনিথামালার রাজশেখর ২০২২-২৩ সালের এশিয়ার আউটস্ট্যান্ডিং চাইল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। উপরন্তু, মালয়েশিয়ার কিডস গট ট্যালেন্টের মতো শোতে তার বিরল প্রতিভা সকলের সামনে তুলে ধরেছে। গণিত তার প্রিয় বিষয়। ভবিষ্যতে একজন মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে আজকের এই একরত্তি কিশোরী।