scorecardresearch

কাঁপা হাতেই পিয়ানোতে সুরের ঝড়, শতায়ু পার বৃদ্ধের প্রতিভাকে কুর্নিশ, সেরা ভিডিও’র এক নিখুঁত উদাহরণ

সেরা ভিডিও’র একটি নিখুঁত উদাহরণ

grandpa, 100 year old, piano, performance, twitter, viral video
কাঁপা হাতেই পিয়ানোতে সুরের ঝড়, শতায়ু পার বৃদ্ধের প্রতিভাকে কুর্নিশ, সেরা ভিডিও’র এক নিখুঁত উদাহরণ

পিয়ানো বাজিয়ে ঝড় তুললেন শতায়ু পার বৃদ্ধ, দক্ষতায় চমকে উঠলো নেটপাড়া। মাঝে মধ্যেই এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেগুলি আমাদের মুখে চওড়া হাসি নিয়ে আসে। তেমনই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। পিয়ানোতে চোখধাঁধানো পারফরম্যান্সে সকলের মন জয় করে নিলেন এক বৃদ্ধ। ভিডিও ভাইরাল হতেই বৃদ্ধের দক্ষতাকে কুর্নিশ জানাল নেটিজেনরা।

দ্য গুড নিউজ করেসপন্ডেন্ট টুইটার পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শতায়ু পার বৃদ্ধ পিয়ানোতে সুর তুলেছেন যা শুনে মুগ্ধ তামাম বিশ্ব। পুরো ক্লিপ জুড়ে, তিনি বেশ সাবলীলভাবে তা বাজিয়ে চলেছেন।

ভিডিওটি ভাইরাল হতেই তা হাজার হাজার মানুষের মন ছুঁয়ে গিয়েছে। বৃদ্ধের দক্ষতা দেখে মানুষজন একেবারে অবাক একই সঙ্গে মুগ্ধ।অনেকেই লিখেছেন যে ভিডিওটি শুধু সুন্দরই নয় অনুপ্রেরণাদায়কও। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন। “কি দারুন!! অসাধারণ,” অন্য একজন মন্তব্য করেছেন “অসাধারণ,” তৃতীয় একজন কমেন্টে লিখলেন আমার দেখা সেরা ভিডিও’র একটি নিখুঁত উদাহরণ।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: 100 year old grandpas peppy piano performance has twitter cheering out loud watch567071