Advertisment

শতায়ু পার বৃদ্ধের স্ত্রীর প্রতি প্রেম, জড়িয়ে ধরে অঝোরে কান্না, ভিডিও দেখে আবেগে ভাসল নেটপাড়া

স্বামী-স্ত্রীর সম্পর্কটা অন্য সব সম্পর্কের থেকে আলাদা, যেখানে অনেক ভালোবাসার সঙ্গে থাকে ঝগড়া-বিবাদও।

author-image
IE Bangla Web Desk
New Update
"Husband wife, Husband wife love, old couple love, old couple video, Husband wife video, Husband wife viral video, heart touching video, emotional video, viral videos, trending videos, trending news

শতায়ু পার বৃদ্ধের স্ত্রীর প্রতি প্রেম, জড়িয়ে ধরে অঝোরে কান্না, ভিডিও দেখে আবেগে ভাসল নেটপাড়া

মাসখানেক পর নিজের স্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন শতায়ু পার বৃদ্ধ, ভালবাসায় মন জয় করে নিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। বয়স্ক দম্পতির মন জিতে নেওয়া একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা মানুষের হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। এক মাস পরে তার অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করেন এক শতায়ু পার বৃদ্ধ এবং তাকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তিনি।

Advertisment

স্বামী-স্ত্রীর সম্পর্কটা অন্য সব সম্পর্কের থেকে আলাদা, যেখানে অনেক ভালোবাসার সঙ্গে থাকে ঝগড়া-বিবাদও। কিন্তু ভালোবাসা কখনও কমে না বরং সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তেই থাকে। স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে যত বেশি সময় কাটান, তাদের ভালবাসা তত গভীর ও দৃঢ় হয়।

যদিও অনেক সময় এমন অনেক সম্পর্ক দেখা যায় যেখানে স্বামী-স্ত্রী অল্প সময়ের মধ্যে একে অপরের থেকে সম্পর্কের ইতি টানতে উদ্যত হন, কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেখানে ভালোবাসা থাকে সারাজীবন। এর একটি জীবন্ত উদাহরণ দেখা যায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে।

১০৩ বছর বয়সী বৃদ্ধ এক মাস পরে তার স্ত্রীর সঙ্গে দেখা করে নিজের আবেগকে ধরে রাখতে পারেন না। স্ত্রীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই তা লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে goodnews_movement নামের আইডি থেকে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত 1.3 মিলিয়ন অর্থাৎ 13 লাখ বার দেখা হয়েছে, অন্যদিকে 80 হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইকও করেছেন।

viral
Advertisment