'গুড নিউজ মুভমেন্ট' ইনস্টাগ্রামে হামেশাই নানান ইতিবাচক ভিডিও পোস্ট করে। সম্প্রতি, এই অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যাতে একজন শতায়ু পার বৃদ্ধার যন্তে প্রাণপাত করতে দেখা যায় এক ফিজিও থেরাপিস্টকে।
বার্ধক্যে শরীর নিয়ে যে সমস্যাগুলো দেখা দেয় তা মোকাবিলা করা বেশ চ্যালেঞ্জিং। বার্ধক্যে'র কারণে বিছানা থেকে ওঠাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। একই ঘটনার সম্মুখীন হন ১০৪ বছর বয়সী এক বৃদ্ধা।
সম্প্রতি, এই অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যাতে একজন বৃদ্ধাকে সকল চ্যালেঞ্জ কাটিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ান। তাকে সুস্থ করতে প্রাণপাত করেন এক ফিজিও থেরাপিস্ট। এই বয়সেও হাল ছাড়েন নি ফিজিওথেরাপিস্ট। অবশেষে তিনি সফল। মহিলাকে নিজের পায়ে দাঁড় করানোতে যে তৃপ্তি তা বোধহয় আর কিছুতেই নেই। রোগীর পাশে এভাবে অবলম্বন হয়ে দাঁড়ানোর জন্য সকলেই ওই ফিজিওথেরাপিস্ট-এর প্রশংসায় পঞ্চমুখ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ফিজিওথেরাপিস্ট বারবার মহিলাকে নিজের পায়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু তিনি তাঁর পায়ে ভর দিয়ে পুরোপুরি দাঁড়াতে পারছে না। ফিজিও থেরাপির পর তিনি সম্পুর্ণ সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন। ফিজিওথেরাপিস্ট এটা দেখে খুশি হন এবং হাততালি দিতে থাকেন।
ভিডিওটি ৩৪ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন যে এই ধরনের মানুষদের অনুপ্রাণিত করা দরকার। সকলেই ফিজিওথেরাপিস্ট-এর প্রশংসায় পঞ্চমুখ।