১৩ বছরে এই কিশোরী চোখে দেখতে পায় না, শারীরিক ভাবেই বিশেষ ভাবে সক্ষম সে।পিয়ানোর সুরে ঝড় তুলে রীতিমত সোশ্যাল মিডিয়ার শিরোনামে এসেছেন। তার বাজানো এই সুরে মন্ত্রমুগ্ধ সকলেই।
ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন রেক্স চ্যাপম্যান নামের এক ইউজার। টুইট অনুসারে, বছর ১৩-এর লুসি দেখতে পায় না। পাশাপাশি রয়েছে নার্ভের বেশ কিছু জটিল সমস্যা। তা সত্ত্বেও, এই মেয়েটি পিয়ানোতে সৃষ্টি করেছে এক মিষ্টি মধুর সুর যা অবাক করেছে তামাম বিশ্বের মানুষকে।
লুসির বিরাট কৃতিত্বে সারা বিশ্বের মানুষ তার দক্ষতার প্রশংসা করছেন। টুইটারে ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। এমনকি সঙ্গীত বিশেষজ্ঞরা যারা ভিডিওটি দেখেছেন সকলেই বলেছেন এটি অসম্ভব সুন্দর।
লুসিকে ভিডিওতে পোলিশ সুরকার ফ্রেডেরিক চোপিনের একটি সুর বাজাতে দেখা যাচ্ছে। মেয়েটির প্রতিভা অবাক করেছে তামাম বিশ্ববাসীকে। টুইটারে যারাই এই ভিডিও দেখেছেন তারাই লুসিকে উৎসাহ দিয়েছেন।