পিয়ানোতে সুরের জাদু, ঝড় তুলল দৃষ্টিহীন প্রতিবন্ধী কিশোরী, বাকরুদ্ধ নেটপাড়া

টুইটারে যারাই এই ভিডিও দেখেছেন তারাই লুসিকে উৎসাহ দিয়েছেন।

টুইটারে যারাই এই ভিডিও দেখেছেন তারাই লুসিকে উৎসাহ দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
viral, trending

১৩ বছরে এই কিশোরী চোখে দেখতে পায় না, শারীরিক ভাবেই বিশেষ ভাবে সক্ষম সে।পিয়ানোর সুরে ঝড় তুলে রীতিমত সোশ্যাল মিডিয়ার শিরোনামে এসেছেন। তার বাজানো এই সুরে মন্ত্রমুগ্ধ সকলেই।

Advertisment

ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন রেক্স চ্যাপম্যান নামের এক ইউজার। টুইট অনুসারে, বছর ১৩-এর লুসি দেখতে পায় না। পাশাপাশি রয়েছে নার্ভের বেশ কিছু জটিল সমস্যা। তা সত্ত্বেও, এই মেয়েটি পিয়ানোতে সৃষ্টি করেছে এক মিষ্টি মধুর সুর যা অবাক করেছে তামাম বিশ্বের মানুষকে।

লুসির বিরাট কৃতিত্বে সারা বিশ্বের মানুষ তার দক্ষতার প্রশংসা করছেন। টুইটারে ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। এমনকি সঙ্গীত বিশেষজ্ঞরা যারা ভিডিওটি দেখেছেন সকলেই বলেছেন এটি অসম্ভব সুন্দর।

Advertisment

লুসিকে ভিডিওতে পোলিশ সুরকার ফ্রেডেরিক চোপিনের একটি সুর বাজাতে দেখা যাচ্ছে। মেয়েটির প্রতিভা অবাক করেছে তামাম বিশ্ববাসীকে। টুইটারে যারাই এই ভিডিও দেখেছেন তারাই লুসিকে উৎসাহ দিয়েছেন।

viral Trending News