Advertisment

বাড়িতে ঢুকে পড়ল ২২ কেজি ওজনের ১৪ ফুটের কেউটে, ফোঁস শুনেই আত্মারাম খাঁচা গৃহস্থের

৬ জনের ২ঘন্টার চেষ্টায় অবশেষে উদ্ধার।

author-image
IE Bangla Web Desk
New Update
king kobra, snake, corbra video, viral snake video, West Champaran NewsWest Champaran News in Hindi,West Champaran News Today,West Champaran City News

হঠাৎ করেই ঘরে ঢুকে পড়ল ২২ কেজি ওজনের ১৪ ফুট লম্বা কেউটে। ৬ জনের ২ঘন্টার চেষ্টায় অবশেষে উদ্ধার। বিরল এই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। মুহুর্তেই তা ভাইরাল।

Advertisment

সাপের ভিডিওগুলি এমনিতেই ভয় ধরায়। তার ওপর কেউটে! সাধারণত মানুষজন কেউটের নাম শুনলেই আঁতকে ওঠেন সেখানে ঘরের ভিতর ঢুলে পড়ল বিশালাকারের কেউটে। যার ওজন চমকে দিয়েছে সকলকে। ২২ কেজি ওজনের ১৪ ফুট লম্বা কেউটেকে উদ্ধার করতে ৬জনের ২ঘন্টার বেশি সময় লেগেছে। উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাড়ির সকলে। ঘটনাটি ভিটিআর সংলগ্ন লক্ষ্মীপুর রামপুরওয়া গ্রামের ঘটনা।

বাল্মিকি টাইগার রিজার্ভের (ভিটিআর) এলাকাটি ঘন জঙ্গলে ঘেরা, এমন পরিস্থিতিতে প্রতিদিন এখানে একাধিক বিষাক্ত ও বিভিন্ন ধরনের প্রাণী ও পোকামাকড় দেখা যায়। প্রায় এক মাস আগে বাগাহায় একটি একই রমকের একটি কেউটে উদ্ধার করা হয়। বনকর্মীদের কথায়, গত ৫ বছরে এখান থেকে প্রায় ৩০টি কেউটে উদ্ধার করা হয়েছে। বৃষ্টির কারণে এবং ঘন জঙ্গলে মোড়া এই জায়গায় সরীসৃপ ও বন্য প্রাণীসহ বিভিন্ন ধরনের পোকামাকড় গর্ত ও বন থেকে বেরিয়ে আবাসিক এলাকার মাঝে মধ্যে হানা দেয়।

Viral Video
Advertisment