Advertisment

Motivational video: একচালা ঘরে থেকে IAS হওয়ার লক্ষ্যে অবিচল, কিশোরের 'আত্মবিশ্বাসকে স্যালুট' জানাল নেটপাড়া

নিষ্ঠা, পরিশ্রম এবং সত্যিকরের আবেগ কী জিনিস তার জলজ্যান্ত প্রমাণ মিলবে এই ভিডিওতে।

author-image
IE Bangla Web Desk
New Update
viral

একচালা ঘরে থেকে IAS হওয়ার লক্ষ্যে অবিচল, কিশোরের 'আত্মবিশ্বাসকে স্যালুট' জানাল নেটপাড়া

বস্তির এই কিশোর চাই বড় হয়ে IASহতে। নিষ্পাপ শিশুর এই ভিডিও আপনার চোখে জল আনবে।

Advertisment

নিষ্ঠা, পরিশ্রম এবং সত্যিকরের আবেগ কী জিনিস তার জলজ্যান্ত প্রমাণ মিলবে এই ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন মন কেড়ে নেওয়া নানান ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে কিছু ভিডিও এমনই যা মানুষকে ভিতর থেকে নাড়া দেয়। বেঙ্গালুরুর বস্তিতে থাকা এক শিশুর একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যার ইচ্ছাশক্তি আর মনের জেদকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। জানা গিয়েছে শিশুর নাম নাগরাজ। দারিদ্রতাকে উপেক্ষা করে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে এক কিশোর। অভাব থাকলেও তা কোন ভাবেই প্রভাব ফেলতে পারেনি মেধায়। ক্লাসের ফার্স্টবয় সে। ভবিষ্যতের লক্ষ্য আইএএস।

১৬ বছর বয়সী নাগরাজ বেঙ্গালুরুর বস্তিতে একচালা বাড়িতে থাকে। ক্লিপটিতে তাকে তার তার স্বপ্ন এবং তার আকাঙ্ক্ষার কথা বলতে শোনা যাচ্ছে । ভিডিওতে কিশোরকে বলতে শোনা যায়, একচালা ঘরে থাকার জন্য কোন আফসোস নেই তার। সে বলে, "আমি খুশি. বড় হয়ে আরও বড় বাড়ি নিজে বানাব"। এই ভিডিওটি মহম্মদ আশিক নামে এক সমাজকর্মী ক্যামেরাবন্দী করেন।

ভিডিওতে কিশোরকে তার সার্টিফিকেট এবং পুরস্কার ক্যামেরার সামনে দেখাতে দেখা গিয়েছে। নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, "আমি বড় হয়ে, আইএএস অফিসার হব।"

এই ভিডিওটি ইন্টারনেট ব্যবহারকারীদের মন ছুঁয়ে গিয়েছে। এখন পর্যন্ত ১.২ কোটি মানুষ ভিডিওটি দেখেছেন। প্রায় ১১ লাখ মানুষ এই ভিডিওটি লাইক করেছেন এবং হাজার হাজার মানুষ মন্তব্যে নিষ্পাপ শিশুর স্বপ্নের প্রশংসা করছেন। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, 'এটি ভারতের ভবিষ্যত প্রজন্ম। এমন ভারতের স্বপ্ন এপিজে আবদুল কালাম স্যার দেখেছিলেন।' অন্য একজন ব্যবহারকারী শিশুটির প্রশংসা করে লিখেছেন, 'আত্মবিশ্বাসকে স্যালুট।'

viral
Advertisment