Advertisment

Motivational viral video: আকাশছোঁয়া লক্ষ্য, বস্তিতে থেকে IAS-হওয়ার স্বপ্নে প্রাণপাত কিশোরের, কাহিনী শিহরণ জাগাবে

ভিডিওটি দেখলে আপনার চোখেও জল আসতে বাধ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengaluru boy, IAS Officer, inspiring Video, 16 year old boy of bengaluru wants to become an IAS officer, motivational video, viral video, inspiring story, emotional video, Bengaluru , Bengaluru news, Bengaluru story, inspirational story, trending video, trending story"

ভিডিওটি দেখলে আপনার চোখেও জল আসতে বাধ্য।

উচ্চাকাঙ্ক্ষাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। আনে সফলতা। তেমনই বস্তিতে বসবাসকারী বছর ১২-এর এক কিশোরের আইএএস অফিসার হতে চাওয়ার উচ্চাকাঙ্ক্ষা হাজার হাজার মানুষের মন জিতে নিয়েছে। তার এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখলে আপনার চোখেও জল আসতে বাধ্য।

Advertisment

ভিডিওতে বেঙ্গালুরুর বস্তির নাগরাজ নামে এক ১২ বছরের কিশোরের উচ্চাকাঙ্ক্ষা অনেক মানুষের হৃদয় জয় করে নিয়েছে। তার সেই উচ্চাকাঙ্ক্ষা ইনস্টাগ্রামে মহম্মদ আশিক নামে এক সোশ্যাল মিডিয়া ইউজার তার ইন্সটাগ্রামে আপলোড করেন। তারপরই ঝড়ের বেগে ভাইরাল হয় এই হৃদয়স্পর্শী ভিডিও।

ভিডিওটি একটি কথোপকথনে নাগরাজকে তার স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার কথা বলতে শোনা যায়। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বসবাস করা সত্ত্বেও, নাগরাজ তার লক্ষ্যে অবিচল।

যখন নাগরাজকে তার ভবিষ্যত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন সে দীপ্ত কন্ঠে বলে উঠে বড় হয়ে সে একজন আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে। আর সেই লক্ষ্যেই প্রাণপাত করে চলেছে ছোট নাগরাজ।

ভিডিওটি বস্তির জীবনের কঠোর বাস্তবতাকেও তুলে ধরে। বাড়িতে বিদ্যুৎ না সত্ত্বেও ক্লাসের পরীক্ষায় প্রথম হয়ে নাগরাজ সকলকে তাক লাগিয়ে দিয়েছে তার মেধার জোরে।

ক্যাপশনে লেখা, “নাগরাজের শখ ডঃ আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর বই পড়া, এবং তিনি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে আরও জানতে চান। "তার উচ্চাকাঙ্ক্ষা হল একটি বাড়ি তৈরি করা, তার চারপাশে যারা সংগ্রাম করছে তাদের সাহায্য ক রা এবং ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেওয়া'।

viral
Advertisment