স্রেফ এক বছরেই ১৫ হাজার ‘অঙ্গ প্রতিস্থাপনের’রেকর্ড গড়েছে ভারত। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এই তথ্য জানিয়েছেন। এর মাঝেই সামনে এসেছে এক হৃদয়স্পর্শী ঘটনা। 'মেয়ের অঙ্গে'ই প্রাণ বাঁচল বাবার। কেরালার ১৭ বছরের এক কিশোরী তার বাবাকে লিভার দান করেছেন। সেই সঙ্গে তিনিই হয়ে উঠেছেন দেশের 'সর্বকনিষ্ঠ অঙ্গ দাতা'। জানা গিয়েছে মেয়েটির নাম দেবানন্দ এবং মেয়েটি স্থানীয় স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে দেবানন্দের বাবা বেশ কিছুদিন ধরেই গুরুতর লিভারের অসুখে ভুগছিলেন। 'লিভার ট্রান্সপ্লান্ট' ছাড়া রোগ নিরাময়ের আর কোন উপায় ছিল না এমনটাই জানান চিকিৎসকরা। বাবার প্রাণ বাঁচাতে এগিয়ে বাঁচেন মেয়ে। নিজের লিভারের একটি অংশ দান করে বাবার প্রাণ বাঁচিয়ে তিনিই হয়ে ওঠেন দেশের 'সর্বকনিষ্ঠ অঙ্গ দাতা'।
'মানব অঙ্গ প্রতিস্থাপন আইন' ১৯৯৪ অনুসারে, অপ্রাপ্তবয়স্কদের অঙ্গ দানের অনুমতি না থাকায় দেবানন্দ বাবার প্রাণ বাঁচাতে কেরালা হাইকোর্টের কাছে 'বিশেষ অনুমতি' চান। আদালতের অনুমতি মিলতেই দেবানন্দ তার লিভারের একটি অংশ তার ৪৮ বছর বয়সী বাবাকে দান করেন। হাসপাতালের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ৯ ফেব্রুয়ারি কোচির একটি হাসপাতালে মেয়েটির বাবার সফল 'অস্ত্রোপচার' করা হয়।
হাসপাতালের মাল্টি-অরগান ট্রান্সপ্লান্ট সার্ভিসের প্রধান ডাঃ রামচন্দ্রন নারায়ণ মেনন, ট্রান্সপ্লান্ট সার্জন এবং ট্রান্সপ্লান্ট অ্যানেস্থেটিস্টদের একটি টিম পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন। সেই সঙ্গে মেয়ের বিরাট প্রয়াসকে সম্মান জানিয়ে চিকিৎসা খরচ বেশ কিছুটাই কমিয়ে দেওয়া হয় হাসপাতালের তরফে।