Advertisment

১৮ ফুটের 'সোনার গণেশ'! যোগীর রাজ্যে গণেশ চতুর্থীর বিরাট আয়োজন

চলতি বছরের ৩১ শে আগস্ট পালন করা হবে গণেশ চতুর্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
anesh Chaturthi, swarna ganesh, gold ganesh idol, when is ganesh Chaturthi, Ganesh Chaturthi 2022, Lord Ganesha, viral video, viral 2022, Uttar Pradesh, Chandausi

হিন্দু উৎসবগুলির মধ্যে অন্যতম গণেশ চতুর্থী। কোভিড আতঙ্ক ভুলে গণেশ চতুর্থীর আয়োজনে তৈরি হচ্ছে সারা দেশ।  ভারতে এই দিনটি সিদ্ধিদাতা গনেশের আরাধনায় ব্যাপকভাবে পালন করা হয়। চলতি বছরের ৩১ শে আগস্ট পালন করা হবে গণেশ চতুর্থী। এই দিনটিকে প্রতি বছর ভগবান গণেশের জন্মদিন হিসেবে স্মরণ করা হয়। ধুমধাম করে দেশে পালিত হয় এই দিনটি।

Advertisment

গণেশ চতুর্থী উপলক্ষে সারা দেশের সঙ্গে সেজে উঠেছে উত্তর প্রদেশেও।  "স্বর্ণ গণেশ" এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি, উত্তরপ্রদেশের চান্দৌসির।  গণেশ চতুর্থী উপলক্ষে ১৮-ফুট লম্বা, সোনার মুর্তি তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: < অর্ডার নিয়েও বাতিল, ৩০০ টাকার খাবারে ১০ হাজার মাশুল দিতে হল Zomato-কে! >

মুর্তি তৈরির সঙ্গে যুক্ত অজয় ​​আর্য বলেন, “বিগ্রহটি ১৮ ফুট লম্বা । তিরুপতি বালাজির আদলে তৈরি করা হচ্ছে”। এএনআই-এর পোস্ট করা একটি ভিডিওতে "স্বর্ণ গণেশ"-এর ‘মেকিং-টি’ দেখানো হয়েছে। প্রতিমায় প্রায় ৪০-৫০% সোনা ব্যবহার করা হবে এবং বাকিটা অন্যান্য ধাতু ব্যবহার করা হবে, বলেছেন প্রকল্পের সঙ্গে যুক্ত অজয় আচার্য।

uttar pradesh Ganesh Chaturthi Puja Vidhi
Advertisment