রাহুল বোসের কলার দামের কেলেঙ্কারিতে নাম উঠে এসেছিল চন্ডীগড়ের জে.ডাবলু মেরিয়টের। এবার সেই তালিকায় সংযোজন ঘটল মুম্বইয়ের এক নামিদামি হোটেলের নাম। তবে এবার কলা নয়, সেদ্ধ ডিমের দাম নাকি সে হোটেলে সোনার দামের সমান। বিল দেখে চক্ষু চরক গাছ বোর্ডারের। বিলের ছবি সোশাল মিডিয়া ময়দানে রাতারাতি ভাইরালের তকমা পেয়েছে। ‘বাজার দর এরকম হারে বেড়েছে’ তা নিয়ে মসকরা করে সংশয় প্রকাশ করেছে অনেকে।
কার্তিক ধর বিলটি টুইটারে শেয়ার করেছেন, সেখানে লেখা আছে দুটি সেদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা ও দুটি অমলেটের দাম ১৭০০ টাকা। হোটেলের নাম ‘FourSeasonsMumbai’।
2 eggs for Rs 1700 at the @FourSeasons Mumbai. @RahulBose1 Bhai Aandolan karein? pic.twitter.com/hKCh0WwGcy
— Kartik Dhar (@KartikDhar) August 10, 2019
manager ne apne ande boil karke diye hain. price is totally justified.
— Hima Das Fan (@_GandaBachcha) August 10, 2019
It is equivalent to my breakfast budget for four seasons.
— Toronto Dreams (@TorontoDreams) August 11, 2019
On the name of luxury or 5 star you can’t just charge ridiculous prices . 300 times the actual cost . This is hilarious , and coke bottle , what for the mrp is .
— Uncle Frank (@frank_donk) August 11, 2019
Even the dragon eggs in GOT might be cheaper
— Ajay Kamath (@ajay43) August 11, 2019
Boiled egg for 1700 bucks ?! Ostrich eggs they kya ?
— Witch (@witchs_broom) August 10, 2019
ইন্ডিয়ান এক্সপ্রেস সেই হোটেলে এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন, “আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না”।