scorecardresearch

সর্বনাশ! দুটি সেদ্ধ ডিমের দাম সোনার থেকে বেশি?

সেদ্ধ ডিমের দাম নাকি সে হোটেলে সোনার দামের সমান। বিল দেখে চক্ষু চরক গাছ বোর্ডারের।

সর্বনাশ! দুটি সেদ্ধ ডিমের দাম সোনার থেকে বেশি?
অলংকরণ: অভিজিৎ বিশ্বাস

রাহুল বোসের কলার দামের কেলেঙ্কারিতে নাম উঠে এসেছিল চন্ডীগড়ের জে.ডাবলু মেরিয়টের। এবার সেই তালিকায় সংযোজন ঘটল মুম্বইয়ের এক নামিদামি হোটেলের নাম। তবে এবার কলা নয়, সেদ্ধ ডিমের দাম নাকি সে হোটেলে সোনার দামের সমান। বিল দেখে চক্ষু চরক গাছ বোর্ডারের। বিলের ছবি সোশাল মিডিয়া ময়দানে রাতারাতি ভাইরালের তকমা পেয়েছে। ‘বাজার দর এরকম হারে বেড়েছে’ তা নিয়ে মসকরা করে সংশয় প্রকাশ করেছে অনেকে।

কার্তিক ধর বিলটি টুইটারে শেয়ার করেছেন, সেখানে লেখা আছে দুটি সেদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা ও দুটি অমলেটের দাম ১৭০০ টাকা। হোটেলের নাম ‘FourSeasonsMumbai’।

ইন্ডিয়ান এক্সপ্রেস সেই হোটেলে এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন, “আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না”।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: 2 eggs for rs 1700 at the fourseasons mumbai the bill going viral