এক বছর আট মাসের ‘লিটল মাস্টার’ তন্ময়ের নজরকাড়া প্রতিভায় অবাক নেটপাড়া। নিমেষেই চিনিয়ে দিতে পারে ১৯৫ টি দেশের জাতীয় পতাকা। এমন প্রতিভা নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ছোট তন্ময় লিমকা বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলেছেন। সেই সঙ্গে ওয়াইড বুক অফ রেকর্ডসেও নিজের নাম তুলেছেন এই বিষ্ময় বালক।
তন্ময়ের জন্ম অমৃতসরে। তীক্ষ্ণ বুদ্ধি আর মনের জোরেই এই বয়সেই আয়ত্ত করেছেন বিশ্বের একাধিক দেশের নাম থেকে ফল ফুল পাখি…! ছেলের এই সাফল্যে বেজায় খুশি মা হিনা। তিনি বলেন যে কোন নতুন কিছু শিখতে ছেলে খুবই পছন্দ করে। এই সময়ে, তন্ময় ১০০ টি দেশের মুদ্রা, নেতা-মন্ত্রীর মুখ, বিভিন্ন জাতের ফুল ও ফল রপ্ত করেছে তন্ময়।
মা হিনা আরও জানান, একবার তন্ময়কে এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন টিকা দেওয়ার জন্য। তখনই চিকিৎসক ছেলের প্রতিভা সম্পর্কে আমাকে বলেন। ১৯৫টি দেশের জাতীয় পতাকা চেনা ওর কাছে স্রেফ বাঁ হাতের খেলা। তার পরামর্শেই, ২০২২ সালের সেপ্টেম্বরে, ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসে তন্ময়ের নাম এন্ট্রি করি। প্রায় 4 মাস পর সার্টিফিকেট, মেডেল, উপহার পায় ও”। এখন তন্ময়ের বয়স ২ বছর। তন্ময়ের এই কৃতিত্ব ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।