New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-73.jpg)
এখন পর্যন্ত ৮২ লাখেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং তারা এটা জানতে চেয়েছেন কীভাবে তিনি ৬ বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দিলেন?
২১ বছর বয়সি এক তরুণীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে রীতিমত শোরগোল শুরু হয়েছে। তিনি জানিয়েছে তাঁর ১৫ বছরের এক কন্যা সন্তা্ন রয়েছে। পোস্ট দেখে তাজ্জব নেটিজেনরা। প্রশ্ন উঠতে শুরু করেছে তার মানে ওই তরুণী ৬ বছর বয়সেই মা হয়েছেন? কীভাবে সম্ভব? সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন। জানা গিয়েছে ওই তরুণীর নাম হান্টার নেলসন। টিকটকে একটি ভিডিও পোস্ট করে, তিনি জানিয়েছেন তার একটি কন্যা সন্তান রয়েছে যার বয়স ১৫ বছর।
ভিডিওটি দেখে মানুষজন একেবারে হতবাক। এখন পর্যন্ত ৮২ লাখেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং তারা এটা জানতে চেয়েছেন কীভাবে তিনি ৬ বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দিলেন?ভিডিওতে ওই তরুণী দাবি করেছেন, তিনি যখন স্কুলে নিয়ে মেয়েকে গিয়েছিলেন সেখানে শিক্ষকরাও তার এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, ‘মা ও মেয়ের বয়সে মাত্র ৬ বছরের পার্থক্য এটা ভেবে আমি গর্বিত। আমার ভাবতে ভাল লাগে’।
আরও পড়ুন: < ট্রাক্টরের সাইলেন্সার থেকে দুধের ক্যান, শখ পূরণে ‘আজব বাইক’ video দেখে ভিরমি খাওয়া জোগাড় >
This 21-year-old TikToker went viral for having 15-year-old daughter. Like what the actual hell 😐 pic.twitter.com/wuZJFjBknC
— Def Noodles (@defnoodles) January 31, 2023
ভিডিওতে নেলসন বলেন, ২০১৫ সালে তার বাবা মারা যান। সে সময় পরিবারের সকলেই তার সৎ বোন গ্রেসিকে হোমে পাঠতে তৎপর হন। কিন্তু তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তার অভিভাবকত্বের জন্য আদালতে আবেদন করেন। প্রথমে গ্রেসিও নেলসনের সঙ্গে থাকতে চাননি, কিন্তু পরে তিনি রাজি হন এবং নেলসন গ্রেসির মা হিসাবে স্বীকৃতি পান। তবে তিনি জানিয়েছেন পরিবারের তরফে এখনও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।