১১ লাখের গাড়ি রিপিয়ারিংয়ের বিল ২২ লাখ! এমন আজব ঘটনাই এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়। কর্ণাটকের এই ঘটনায় রীতিমত শোরগোল নেটদুনিয়ায়। একটি গাড়ি সংস্থার পাঠানো এমন বিল দেখে রীতিমত ভিরমি খাচ্ছেন গাড়ির মালিক।
সম্প্রতি বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টিপাতের ঘটনা সামনে এসেছে। শহরের বেশিরভাগ রাস্তার জল জমে থাকায় ব্যাহত হয় যান চলাচল। প্রবল বৃষ্টিতে জল জমে থাকার কারণে বেশ কিছু গাড়ি খারাপ হয়ে যায়। তার মধ্যে রয়েছে গণেশ নামে এক ব্যক্তির গাড়িও। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি গাড়িটিকে মেরামতের জন্য ভক্সওয়াগনের সার্ভিস সেন্টারে পাঠান। সেখান থেকে গাড়ি মেরামতের পর গণেশের কাছে রিপিয়ারিং বাবদ ২২ লাখের একটি বিল পাঠানো হয়। যা দেখে চক্ষু চড়কগাছ গণেশের।
গণেশ পরে লিঙ্কডইনে বিষয়টি শেয়ার করেছেন। আর তার পরেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। তিনি বলেন- "বেঙ্গালুরু বৃষ্টির কারণে আমার গাড়ির ইঞ্জিনে জল ঢুকে সেটি বন্ধ হয়ে যায়। আমি সেটিকে সার্ভিস সেন্টারে পাঠাই। আমার গাড়ির দাম ১১ লাখ টাকা। সার্ভিস সেন্টার থেকে আমাকে ২২ টাকার বিল পাঠানো হয়েছে”।
তিনি আরও লেখেন, সার্ভিস সেন্টার যা রিপেয়ারিং বিল পাঠিয়েছে তাতে আমার অনায়াসেই দুটো নতুন গাড়ি হয়ে যায়। গণেশ আতঙ্কিত হয়ে বীমা সংস্থার কাছে যান। এর পাশাপাশি কাগজপত্র তৈরির জন্য শোরুমের পক্ষ থেকে আরও ৪৪ হাজার টাকা দাবি করা হয়। গণেশের আরও অভিযোগ সরাসরি সংস্থাকে মেল করার পর ৪৪ হাজারের বিলটি মাত্র পাঁচ হাজারে নেমে আসে।