Advertisment

অবিশ্বাস্য প্রতিভা, পঁচিশ সেকেন্ডে ত্রিশবার ভল্ট

একজন কমেন্ট করে প্রশ্ন তোলেন এরা কেন এশিয়ান গেমস বা অলিম্পিকে যেতে পারে না?এদেরকে ট্রেইন করলে তো হতেই পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভিডিওটি মাত্র ২৫ সেকেন্ডের। শুরু থকে শেষ এক নিশ্বাসে ভল্ট দিলেন অজ্ঞাত পরিচয়ের এক বালক। উল্লাস ব্যানার্জি নামের একজন ফেসবুক ইউজার ভিডিও টি শেয়ার করেছেন ফেসবুকে।

Advertisment

উল্লাস ব্যানার্জি ফেসবুকে ভিডিওটি আপলোড করে ক্যাপশন দিয়েছেন অবিশ্বাস্য.... ????????????????????????
এমন অসাধারণ প্রতিভা কি হারিয়ে যাবে?

ভিডিওটিতে বিভাস রায় নামে একজন কমেন্ট করে প্রশ্ন তোলেন এরা কেন এশিয়ান গেমস বা অলিম্পিকে যেতে পারে না?এদেরকে ট্রেইন করলে তো হতেই পারে।

Advertisment

publive-image publive-image

বরুণ মন্ডল নামের একজন ইউজার জানায় ৩০ বার!!!সত্যিই অসধারন!!!আমরা ধর্ম নিয়ে লড়াই না করে এদের নিয়ে ভাবলে দেশ অনেক এগিয়ে যেতে পারতো।

কেউ কেউ বলেন ক্রীড়া মন্ত্রীকে জানান এর প্রতিভার কথা।

viral
Advertisment