New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/1589263885762_1-LEAD.jpg)
মায়ের একটি ভিডিও পোস্ট করে প্যাট্রিক লেখেন, সেই পেস্ট্রি থেকে ডেজার্ট বানিয়ে মা খাচ্ছেন।
১ কিম্বা ২ বছর নয়। ফ্রিজে সন্ধান পাওয়া গেলো ২৫ বছরের পুরনো পেস্ট্রি। সংশ্লিষ্ট ব্যবহারকারী ২৫ বছর বয়সী পেস্ট্রির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল।
মাইকেল প্যাট্রিক নামক সেই ব্যবহারকারী সেই ছবি পোস্ট করে লিখলেন, "লকডাউনের একটা বড় সুবিধে হলো যে মা নিজের দৈত্যাকৃতির ফ্রিজারের তলা অবধি পৌঁছতে পেরেছে। দেখ ২৫ বছর বয়সী পাফ পেস্ট্রি।"
My mother is the only one brave enough to try her creation! pic.twitter.com/skGYUnMz1Z
— Michael Patrick (@micktheejit) May 10, 2020
মাইকেল জানান, এই পেস্ট্রির বয়স তাঁর দুই ভাইয়ের থেকেও বেশি। যাঁরা জন্মেছিলেন ১৯৯৫ এর এপ্রিল এবং ১৯৯৭ এর জুনে! প্যাট্রিক আরো জানান, মা নাকি জানিয়েছেন, পেস্ট্রিটা এখনও ব্যবহারের উপযোগী। এই পেস্ট্রি দিয়েই ডেজার্ট বানানোর পরিকল্পনা করেছেন তিনি।
One of the advantages of the lockdown is that the mother is finally getting to the bottom of her giant chest freezer.
Behold: 25 year old puff pastry. pic.twitter.com/lyIArR7d0V
— Michael Patrick (@micktheejit) May 9, 2020
I give up reading anymore! 25 year old puff-pastry in a 30 year old fridge?! ????????????♂️
— Jide (@JideHowardChase) May 11, 2020
And she knows that’s it’s a freezer and not a time machine? Have you explained?
— Walid Arsenal ⚽️ (@1Walid1) May 11, 2020
The history that pastry has witnessed amirite?!
— Dessicated hands (@superchica_one) May 10, 2020
ফলো আপ টুইটে প্যাট্রিক লেখেন, "মা পরিকল্পনা করছেন, এই পেস্ট্রি দিয়ে একটা এপল ডেজার্ট বানানোর। আমার মা নিজের সৃষ্টি নিয়ে বেশ সাহসী।"
সোশ্যাল মিডিয়ায় দারুন প্রতিক্রিয়া পাওয়ার পরই প্যাট্রিক আরো কিছু টুইট করেন। মায়ের একটি ভিডিও পোস্ট করে প্যাট্রিক লেখেন, সেই পেস্ট্রি থেকে ডেজার্ট বানিয়ে মা খাচ্ছেন। অন্য এক টুইটে তিনি জানান, ফ্রিজারের বয়স ৩০ বছর।
It's only a best before date ????
— Ian Rosenthal (@ianrosenthal) May 10, 2020
Noooooooo ???? I’m not old enough for 25 years of pastry!
— Michelle Connolly (@michelllec) May 10, 2020
আপাতত সোশ্যাল মিডিয়ায় তারকা বনে গিয়েছেন প্যাট্রিক। তাঁর ভাইরাল টুইট ৮ লক্ষর বেশি লাইক করা হয়েছে। কমেন্ট জমা পড়েছে ১০ হাজারেরও বেশি।