Advertisment

টানা ৭০ দিনেরও বেশি সময় করোনা পজিটিভ, খবর সামনে আসতেই তোলপাড় বিশ্ব

এমন ঘটনা সামনে আসতেই উদ্বিগ্ন সকলেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

সারা বিশ্বেই ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রনে দাপট। ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে শিথিল করে দেওয়া হয়েছে করোনা বিধি। তার মধ্যেই এই ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। টানা ৭০ দিনের বেশি সময় করোনা পজিটিভ ছিলেন ব্রাজিলের তিনজন আক্রান্ত।

Advertisment

এই খবর সামনে আসতেই মানব শরীরে কতদিন স্থায়ী হতে পারে করোনা ভাইরাস সেই নিয়ে চর্চা হতে শুরু করে। যদিও এটি বিরল ঘটনা। তাও এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে আইসোলেশনের ১৪ দিনের মেয়াদ কতটা প্রাসঙ্গিক করোনা আক্রান্তদের জন্য। সম্প্রতি এই তথ্য উঠে এসেছে ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন জার্নালে। গবেষণায় দাবি করা হয়েছে ৩৮ জন করোনা আক্রান্তের মধ্যে তিনজনের দেহে ৭০ দিন পর্যন্ত সক্রিয় ছিল করোনা ভাইরাস।

তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা। টানা ৭০ দিন অনবরত টেস্ট করা হতে থাকে এবং ফলাফল পজিটিভ আসে। এই গবেষণার মুল লক্ষ্য ছিল ১৪ দিন সময়কাল আইসোলেশনের ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ। গবেষকরা দেখেছেন, যদিও খুব কম সংখ্যা মানুষের মধ্যে এমন ঘটনা লক্ষ্য করা গেছে। তবুও এই গবেষণা এই ইঙ্গিত দেয় যে মানব শরীরে বহুদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। গবেষকরা আরও উল্লেখ করেছেন করোনা আক্রান্ত একজন ব্যক্তির নেগেটিভ হতে একমাস পর্যন্ত সময় লাগতে পারে। যে তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি দীর্ঘমেয়াদি ছিল তাদের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল ৭১ দিন থেকে ২৩২ দিন পর্যন্ত।

মহিলার শরীরে ৭১ দিন এবং দুই পুরুষের শরীরে ৮১ দিন পর্যন্ত সক্রিয় ছিল এই মারণ ভাইরাস। তাদের মধ্যে কারোরই কমোর্বিডিটি ছিল না এবং সবারই কোভিড-১৯ এর হালকা উপসর্গ দেখে গিয়েছিল। তবে গবেষণায় দেখা গিয়েছে একজন এইচআইভি আক্রান্তের শরীরে প্রায় ২৩২ দিন করোনা ভাইরাসের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকলেই করোনা ভাইরাসের B.1.1.28 প্রজাতি দ্বারা সংক্রমিত হয়েছিলেন। এদিকে এই খবর সামনে আসতেই নতুন করে করোনা নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন চিকিৎসকরা।  

corona virus
Advertisment