Advertisment

১২ ফুটের কেউটে, উদ্ধারে হিমশিম অবস্থা বিশেষজ্ঞদের

ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্বের সবথেকে লম্বা বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে জলে এবং একটা বিশাল পাইপে মধ্যে আটকে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চার মিটার লম্বা কেউটে, ধরে আনতে হিমশিম অবস্থা

চার মিটার লম্বা অর্থাৎ প্রায় ১২ ফুট লম্বা একটা কেউটে। থাইল্যান্ডের জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন ক্রাবি, সেখানেই দেখা মিলল সাপ বাবাজির। তাকেই উদ্ধারে রীতিমতো হিমশিম খেতে হল ক্রাবি পিটাকপ্রাচা ফাইন্ডেশনের উদ্ধারকারীদের। সেই ছবি ও ভিডিও সোশালে শেয়ার করা মাত্রই তো সেলিব্রিটি হয়ে গিয়েছে সেই কেউটে।

Advertisment

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, বিশ্বের সবথেকে লম্বা বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে জলে এবং একটা বিশাল পাইপে মধ্যে আটকে গিয়েছে। অনেক চেষ্টার পর শেষমেস উদ্ধার করা গেল তাকে। এত বড় কেউটে সাধারণত দেখা যায়না, সুতরাং ছবি ও ভিডিও তো হবেই।

প্রায় ১৫ কেজি ওজন ছিল সেই কালো কেউটের।

viral
Advertisment