Advertisment

ল্যাম্বার্ঘিনি চাই, তাই নিজেই গাড়ি চালিয়ে কিনতে যাচ্ছিল পাঁচ বছরের ছেলে

দুপুরে সবাই ঘুমিয়ে পরলে সবার চোখের আড়াল হয়ে গাড়ির চাবি নিয়ে সে বেড়িয়ে পরে। পকেটে ছিল ৩ ডলার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি একটি ভিডিও দেখে তাজ্জব নেট পাড়া। উটাহ হাইওয়ে পেট্রল’তাদের টুইটার হ্যান্ডেলে এই ভিডিো পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে, বেশ কিছু সময় ধরে একটা গাড়িকে ধাওয়া করছে পুলিশের গাড়ি।

Advertisment

উটাহ হাইওয়ে পেট্রলে কর্মরত রিক মর্গ্যান নামের এক পুলিশ অফিসার জানিয়েছেন," আমি প্রথমে গাড়ির চালককে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। পরবর্তী কালে ভাবি বিশেষভাবে সক্ষম কেউ হয়ত গাড়িটি চালাচ্ছে। তাই তার সুরক্ষার্থে অনুসরণ করতে থাকি"। কিছুক্ষণ পর হাইরোডের ধারে গাড়িটিকে দাঁড়াতে দেখে এগিয়ে যায় পুলিশ। কাছে যেতে অবাক হয়ে যায় তারা। "একি এ যে ছোট একটি ছেলে"। তাঁকে জিজ্ঞাসা করে জানা যায় তার বয়স মাত্র পাঁচ এবং সে নাকি ক্যালিফোর্নিয়াতে ল্যাম্বার্ঘিনি কিনতে যাচ্ছে।

পুলিশ পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, খুদে তার মায়ের কাছে ল্যাম্বার্ঘিনি চেয়েছে। মা কথায় কথায় বলেছে ঠিক আছে কেনা হবে ল্যাম্বার্ঘিনি। এরপরই দুপুরে সবাই ঘুমিয়ে পরলে সবার চোখের আড়াল হয়ে গাড়ির চাবি নিয়ে সে বেড়িয়ে পরে। পকেটে ছিল ৩ ডলার। কোনও দূর্ঘটনার খবর নেই।

Read the full story in English

viral viral news
Advertisment