New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/cats-36.jpg)
যেন গিলে খাবে সবাইকে!
৫০ ফুটের জলদানব।
যেন গিলে খাবে সবাইকে!
প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন এবং আশ্চর্যজনক ভিডিও দেখি। মাঝে মাঝে নিজের চোখকেই বিশ্বাস করা যায় না। আজকাল এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেটি কেরালার কোঝিকোড়ে দক্ষিণ সমুদ্র সৈকত থেকে ভাইরাল হয়েছে। ভিডিওতে একটি বিশাল মৃত তিমিকে সমুদ্র সৈকতের ভাসতে দেখা যায়।
শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় জেলেরা তিমির মৃতদেহ প্রথম দেখতে পান। এক মৎস্যজীবী সেই তথ্য সংবাদ মাধ্যমকে জানান। রিপোর্ট অনুসারে তিমিটির দেহ ১৫ মিটার অর্থাৎ প্রায় ৫০ ফুট লম্বা।
কোঝিকোড কর্পোরেশনের ইনচার্জ স্বাস্থ্য আধিকারিক প্রমোদ ওমনোরামাকে জানিয়েছেন যে মৃত্যু কী কারণে হয়েছে তা নিশ্চিত করতে সমুদ্র সৈকতে ময়নাতদন্ত করা হবে এবং তারপর প্রোটোকল অনুসারে একটি গভীর গর্তে তিমিটিকে সমাহিত করা হবে। মৃত তিমিটির ভিডিও শনিবার @nizamudheen নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট tথেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমায়। অনেককে মৃত মাছের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়।
আরও পড়ুন: < ভয়ঙ্কর কাণ্ড! সিলিণ্ডার মাথায় অবাক করা ভারসাম্যের লড়াইয়ে নজির মহিলার >