New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/china-viral-feature.jpg)
৫০,০০০ টি বড় আউটডোর স্ক্রিন তাঁদের ছবিতে জ্বলে উঠেছে চিনের ১৮ টি শহরে।
চিন আসতে আসতে সুস্থ হয়ে উঠছে। সুত্রের খবর সে দেশে কমছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ চিনের বহু মানুষ আজ সুস্থ। এই সুস্থ হয়ে ওঠার পিছনে রয়েছে চিনের স্বাস্থ্যকর্মীদের দিনভর অক্লান্ত পরিশ্রম ৷ রাত জেগে, দিনের পর দিন পরিবার থেকে আলাদা থেকে, সর্বক্ষণ মাস্ক ও বিশিষ্ট পোশাক পরে জীবনের ঝুঁকি নিয়ে রোগীকে বাঁচাতে সদা তৎপর ছিলেন চিনের ডাক্তার,নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা৷ এদের সম্মান জানাতে এক অনন্য পদক্ষেপ করছে চিন।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, বহুতলের দেওয়ালে লেজারের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে ডাক্তারদের ছবি৷ রাস্তা সহ বিভিন্ন জায়গায় সেই সমস্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর ছবি পোস্টারও করা হয়েছে। ৫০,০০০ টি বড় আউটডোর স্ক্রিন তাঁদের ছবিতে জ্বলে উঠেছে চিনের ১৮ টি শহরে। চিনের এই পদক্ষেপ মন কেড়েছে বিশ্ব নেটিজেনদের।
দেখুন সেই ভিডিও----
50,000 LED screens in 18 cities light up to salute medical workershttps://t.co/4frdAHbE3Z
50,000 LED screens in 18 cities light up to salute medical workersA total of 50,000 large outdoor LED screens lit up on Wednesday night in 18 Chinese cities ... pic.twitter.com/JFqiq7l47s
— censored.today (@CensoredToday) March 19, 2020
50,000 LED screens in 18 cities light up to salute medical workers https://t.co/nRpkLJVPdd via @YouTube
— Tammy Ravenwolf (@12Ravenwolf) March 19, 2020