স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জানাল চিন, বহুতলের দেওয়ালে জ্বলে উঠল তাঁদের মুখ

৫০,০০০ টি বড় আউটডোর স্ক্রিন তাঁদের ছবিতে জ্বলে উঠেছে চিনের ১৮ টি শহরে।

৫০,০০০ টি বড় আউটডোর স্ক্রিন তাঁদের ছবিতে জ্বলে উঠেছে চিনের ১৮ টি শহরে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিন আসতে আসতে সুস্থ হয়ে উঠছে। সুত্রের খবর সে দেশে কমছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ চিনের বহু মানুষ আজ সুস্থ। এই সুস্থ হয়ে ওঠার পিছনে রয়েছে চিনের স্বাস্থ্যকর্মীদের দিনভর অক্লান্ত পরিশ্রম ৷ রাত জেগে, দিনের পর দিন পরিবার থেকে আলাদা থেকে, সর্বক্ষণ মাস্ক ও বিশিষ্ট পোশাক পরে জীবনের ঝুঁকি নিয়ে রোগীকে বাঁচাতে সদা তৎপর ছিলেন চিনের ডাক্তার,নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা৷ এদের সম্মান জানাতে এক অনন্য পদক্ষেপ করছে চিন।

Advertisment

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, বহুতলের দেওয়ালে লেজারের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে ডাক্তারদের ছবি৷ রাস্তা সহ বিভিন্ন জায়গায় সেই সমস্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর ছবি পোস্টারও করা হয়েছে। ৫০,০০০ টি বড় আউটডোর স্ক্রিন তাঁদের ছবিতে জ্বলে উঠেছে চিনের ১৮ টি শহরে। চিনের এই পদক্ষেপ মন কেড়েছে বিশ্ব নেটিজেনদের।

দেখুন সেই ভিডিও----

Advertisment

coronavirus corona