New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/viral-5.jpg)
বড়দিনের দিন পেটে ব্যথায় ছটফট করছিল ছেলে। তাকে নিয়ে হাসপাতালে ছুটে যায় মা। আলট্রাসনোগ্রাফি করে জানা যায় ছেলের পেটের ভেতর রয়েছে অ্যাপেলের এয়ার পড। যা দেখে চক্ষু চড়কগাছ হয় চিকিৎসকদের। কেমন করে ঘটলো এমন ঘটনা?
Advertisment
এয়ার পডে যেহেতু কোন তার থাকে না তাই সেটিকে মুখে নিয়ে অন্য মনস্ক হয়ে খেলা করছিল ছেলেটি। এমন সময় হঠাৎ সেটি গলায় চলে যায় এবং এরপর গিলে ফেলায় সটান পেটে চলে যায় এয়ার পড। শুরু হয় অসহ্য যন্ত্রণা। পেটে হাত দিয়ে কাতরাতে থাকে ছেলে।
Advertisment
অস্ত্রপচার করে বের করা হয় অ্যাপেলের এয়ার পডটি। এখন সম্পূর্ণ সুস্থ সে। ঘটনাটি ঘটেছে, ইউকে-র এক শহরে।
Read the full story in English