New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/grandma_759_amp-img.jpg)
৯০১ টি শরীরচর্চা ভিডিও শেয়ার করেছেন ৭২ বছরের এই বৃদ্ধা। প্রতিটি ভিডিওতে প্রায় এক মিনিট টানা শরীরচর্চা করতে দেখা গেছে তাঁকে।
বয়স ৭০ পার, পক্ক কেশ, মুখে বটগাছের ঝুরির মত কোঁচকানো চামড়া, কিন্তু তাতে কী? নিত্যদিনের শরীরচর্চা ভোলেন না বৃদ্ধা লরেন। এবং এর ফলেই মন কেড়েছেন নেটিজেনদের। ৯০১ টি শরীরচর্চার ভিডিও শেয়ার করেছেন এই বৃদ্ধা। প্রতিটি ভিডিওতে প্রায় এক মিনিট টানা শরীরচর্চা করতে দেখা গেছে তাঁকে।
জিমে উপস্থিত অন্যান্যদের তাঁর চেহারা দেখে বিশ্বাসই হয়নি যে লরেনের বয়স ৭২। দেখতে চাওয়া হয় জন্মের সংশাপত্র। ইতিমধ্যেই তাঁর একটি ভিডিও শেয়ার হয়েছে ৯০ হাজার বার। পোস্টের একটি কমেন্টে এক জনৈক লেখেন, "৭০ বছরের একজন বৃদ্ধা আমার থেকে বেশি ক্ষমতাশালী, আমি ওঁর মত হতে চাই।" শরীরচর্চা করা বক্সার ফ্লয়েড মেওয়েদারের ফিটনেস মন্ত্রের সঙ্গে লরেনের শরীরচর্চার কাহিনী অঙ্গাঙ্গীভাবে জড়িত।
Read the full story in English