Advertisment

viral video of old specially abled woman: ২ মাস বন্ধ পেনশন, পেটের তাগিদে দীর্ঘ পথ পাড়ি প্রতিবন্ধী বৃদ্ধার, ক্ষোভ উগরে দিল নেটপাড়া

গত ২ মাস থেকে পেনশন পাননি। সংসার চালাতে কালঘাম ছুটেছে প্রতিবন্ধী বৃদ্ধার। অবশেষে ২ কিলোমিটার পথ পেরিয়ে পোস্ট অফিসে গিয়ে নিজের প্রাপ্য আদায় করলেন তিনি। তার এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Karnataka woman viral video,pension,girijamma pension news,Karnataka

গত ২ মাস থেকে পেনশন পাননি। সংসার চালাতে কালঘাম ছুটেছে প্রতিবন্ধী বৃদ্ধার। অবশেষে ২ কিলোমিটার পথ পেরিয়ে পোস্ট অফিসে গিয়ে নিজের প্রাপ্য আদায় করলেন তিনি। তার এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত ২ মাস থেকে পেনশন পাননি। সংসার চালাতে কালঘাম ছুটেছে প্রতিবন্ধী বৃদ্ধার। অবশেষে ২ কিলোমিটার পথ পেরিয়ে পোস্ট অফিসে গিয়ে নিজের প্রাপ্য আদায় করলেন তিনি। তার এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

বৃদ্ধ মহিলার নাম গিরিজা আম্মা। তিনি কর্ণাটকের দাভাঙ্গেরে জেলার বাসিন্দা। তিনি একাই থাকেন। রিপোর্ট অনুযায়ী, গিরিজা আম্মা স্থানীয় পোস্ট অফিস থেকে মাসে সামান্য টাকা পেনশন পান। কিন্তু দু মাস ধরে বন্ধ সেই পেনশন। পোস্ট অফিসে যাওয়ার টাকাও তাঁর কাছে ছিল না। ফলে পোস্ট অফিসে যেতে কোন যান বাহন ভাড়াও করতে পারেন নি।

এমন পরিস্থিতিতে স্থানীয় পোস্ট অফিসে যেতে নিজেকে পথে বসতে বাধ্য হন তিনি। ৭৭ বছর মহিলার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই তৎপর হয় প্রশাসন। তিনি জানান, বেঁচে থাকার জন্য তিনি পেনশনের উপর নির্ভরশীল ছিলেন। এমন পরিস্থিতিতে পেনশন বন্ধ থাকায় বেঁচে থাকা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। গ্রামবাসী মঞ্জুনাথ জানান, গিরিজা আম্মার ২ মাসের পেনশন বকেয়া পড়ে রয়েছে। পোস্ট অফিসে যোগাযোগ করা হলে সেখান থেকে বলা হয় ডাকঘরে আসতে হবে। তাই বাধ্য হয়ে ওনাকে পোস্ট অফিসে যেতে হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মানুষজন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে তদন্ত হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

viral
Advertisment