ক্লাস নাইনে ভর্তি ৮০ ছুঁইছুঁই বৃদ্ধের, শিক্ষার প্রতি এমন আবেগ আপ্লূত করবে

রোজ তিন কিলোমিটার পথ পায়ে হেঁটেই স্কুলে পাড়ি....

রোজ তিন কিলোমিটার পথ পায়ে হেঁটেই স্কুলে পাড়ি....

author-image
IE Bangla Web Desk
New Update
78 Year Old Man Enrols In Class 9, Mizoram, Mizoram news, inspirational news, inspiring news, Elderly Man story, Viral news, trending news

ক্লাসে মনযোগ দিয়ে পড়ালেখায় ব্যস্ত বৃদ্ধ

অদম্য জেদ আর মনের ইচ্ছা থাকলে কী হয় না বলুন তো? সম্প্রতি এর আরও এক নজির ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ৭৮ বছর বয়সে ক্লাস ৯-এ ভর্তি হয়েছেন এক বৃদ্ধ। শুধু তাই নয় প্রতিদিন তিন কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে এসে ক্লাস করে বাড়ি ফেরেন ওই বৃদ্ধ। বৃদ্ধের এই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর এই কাহিনী অনুপ্রেরণা জুগিয়েছে অসংখ্য মানুষকে।

Advertisment

জানা গিয়েছে বৃদ্ধের নাম লালরিং থারার। তিনি পূর্ব মিজোরামের বাসিন্দা। ৭৮ বছর বয়সে দিব্যি স্কুলের পোশাক, কাঁধে ব্যাগ নিয়ে কচিকাঁচাদের সঙ্গে ক্লাস করেন তিনি। বাবার মৃত্যুর কারণে পড়াশুনায় ছেদ পড়ে। কিন্তু পড়ার প্রতি অদম্য ভালবাসা তাকে এই বয়সেও স্কুল মুখো করেছে। ১৯৪৫ সালে ভারত-মায়নামার সীমান্তের কাছে খুয়াংলেং গ্রামে জন্ম তার। বাবার মৃত্যুর পর আর্থিক অনটনের কারণে আর সেভাবে পড়া হয়নি। বৃদ্ধ বয়সে এসে তিনি তাঁর মনের কোণে লুকিয়ে থাকা ইচ্ছা পূরণ করতে চান।

স্কুলে যাওয়ার প্রধান কারণ ইংরাজীর প্রতি তাঁর অগাধ ভালবাসা। ইংরাজী বই ও সংবাদ শুনে ও পড়ে কিছুটা রপ্ত করতে পারলেও নিজের সেই স্কিলকে আরও উন্নত করতে চান তিনি। বর্তমানে তিনি একটি গির্জার নিরাপত্তারক্ষীর কাজ করেন। এক স্থানীয় সংবাদ মাধ্যমকে বৃদ্ধ জানিয়েছেন, "মিজো ভাষা পড়তে বা লিখতে আমার কোন সমস্যা নেই। তবে, ইংরেজি ভাষা শেখার ইচ্ছা আমার শিক্ষার প্রতি আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলেছে”। লালরিংথারা ছাত্র এবং শিক্ষক উভয়ের কাছেই এক অনুপ্রেরণা।

viral