সারা বিশ্বের এমন অনেক ঘটনা সামনে আসে, যা আমাদের সকলকে মাঝে মধ্যে অবাক করে দেয়। সম্প্রতি, আমেরিকা থেকে এমন একটি ঘটনা সামনে এসেছে, যেখানে মাত্র ৮ বছরের একটি শিশু মাইনাস কুড়ি ডিগ্রি তাপমাত্রায় ২ দিন একটানা আটকে থাকে। শিশুটি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করেছে তা জানতে পারে তাজ্জব মানুষজন। বুদ্ধির তারিফ করেছেন নেটিজেনরা। এমনকি উদ্ধারকারী দলের সদস্যরা শিশুটির বেঁচে থাকার কৌশল জেনে রীতিমত অবাক।
আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-এ। যেখানে একটি শিশু মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যথাসম্ভব চেষ্টা চালিয়ে গিয়েছিল। জানা গিয়েছে ৮ বছর বয়সী শিশুর নাম নান্টে নিয়েমি। পুলিস সূত্রে জানা গিয়েছে পরিবারের জন্য কাঠ সংগ্রহ করতে বনে গিয়েছিল, কিন্তু এই সময় পথ হারিয়ে ফেলে সে। ইতিমধ্যে শিশুটি তুষার ঝড়ে ২ দিন আটকে পড়ে। পরনে ছিল স্রেফ এই উলের টি-শার্ট।
প্রবল ঠান্ডা ও ঝড় থেকে বাঁচতে গাছের ডালের সাহায্যে ঝুপড়ির মতো ঘর তৈরি করে শিশুটি। সেই সঙ্গে পাতার সাহায্যে কম্বলের মত অবিকল বিছানাও তৈরি করে সে। জল পান করার জন্য পরিষ্কার বরফ খেত শিশুটি। শিশুটি নিখোঁজ এই মর্মে পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হয়। শিশুটিকে উদ্ধারে দেড়’শো পুলিশ কর্মী কোমর বেঁধে নামে। নয়টি হেলিকপ্টারের সাহায্যে প্রায় ৪০ বর্গমাইল এলাকার প্রতিটি কোণে তল্লাশি চালানোর পর অবশেষে গাছের নিচে লুকিয়ে থাকা শিশুটিকে উদ্ধার করা হয়েছে। মিশিগান পুলিশ প্রথমে হেলিকপ্টারের সাহায্যে শিশুটিকে উদ্ধারের পর তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।