Advertisment

ইংরেজি শিক্ষিকা থেকে রাস্তার ভিখারি, সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাগ্যবদল

চেন্নাইয়ের রাস্তায় অনর্গল ইংরেজি বলছেন বৃদ্ধা এই ভিক্ষুক।

author-image
IE Bangla Web Desk
New Update
81-year-old who used to be an English teacher found begging on Chennai streets

ইংরেজি শিক্ষিকা থেকে রাস্তার ভিখারি, সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাগ্যবদল

ইংরেজি শিক্ষিকা থেকে রাস্তার ভিখারি। বৃদ্ধার কাহিনী চোখে জল আনবে। রাস্তা-ঘাটে হামেশাই অনেক অসহায় বৃদ্ধ-বৃদ্ধাকে ভিক্ষাবৃত্তি করে জীবনধারণ করতে যায়। সম্প্রতি এমনই এক বৃদ্ধার কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে মায়ানমারে ইংরেজি শিক্ষিকা হিসাবে তিনি একটি স্কুলে কর্মরত ছিলেন।  এক ভারতীয়'র প্রেমে পড়ে বিয়ের তিনি চেন্নাইতে আসেন। মোহাম্মদ আশিক নামের এক কনটেন্ট ক্রিয়েটার তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বৃদ্ধার মর্মান্তিক কাহিনী শেয়ার করেছেন। যা হাজার হাজার মানুষের মন জয় করেছে।

Advertisment

বৃদ্ধাশ্রমে ওই বৃদ্ধার থাকার ব্যবস্থা থেকে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্টও ক্রিয়েট করেন যেখানে ওই বৃদ্ধা ইংরেজি শিক্ষা প্রদান করতে পারেন সর্ব সাধারণকে। জানা গিয়েছে মহিলার নাম মার্লিন।  তিনি বলেছেন তার বয়স ৮১ বছর। কীভাবে তিনি চেন্নাই এলেন জানতে চাইলে বৃদ্ধা  বলেন, “আমার স্বামী একজন ভারতীয়। বিয়ের পর আমি এদেশে আসি। এখন আর কেউই জীবিত নেই। সেই থেকে শুরু হয় কঠিন জীবন সংগ্রাম। বার্মায় তাঁর আগের জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে, মার্লিন জানিয়েছেন, তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন।  এর পর আশিককে বৃদ্ধাকে একটি শাড়ি উপহার দিতে দেখা গিয়েছে। পাশাপাশি বৃদ্ধার জন্য অনলাইনে ইংরেজি শিক্ষাদানের বিকল্প ব্যবস্থাও করেন।  ইতিমধ্যে ৫.৭ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন।

“"ইংলিশ উইথ মার্লিন" নামে একটি ইনস্টাগ্রাম পেজ তৈরি করেন আশিক। যুবকের মহানুভবতাকে স্যালুট জানিয়েছেন সকলেই। অজস্র কমেন্ট লাইকে ভরে উঠেছে এই ভিডিও। যা লাখ লাখ মানুষের মন ছুঁয়ে গিয়েছে।

দেখুন ভিডিও

Viral Video
Advertisment