Advertisment

একরাতের ভাড়া ৮৩ লাখ! বিশ্বের সবচেয়ে দামি হোটেলের অন্দরমহল চমকে দেবে

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের তুতো বোন, আলানা পাণ্ডে।

author-image
IE Bangla Web Desk
New Update
worlds most expensive hotel room, most expensive hotel room,

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের তুতো বোন, আলানা পাণ্ডে।

সোশ্যাল মিডিয়া একটি অনন্য বিশ্ব। যেখানে দিনরাত হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। কিছু ভিডিও আপনাকে হাসতে বাধ্য করে। আবার কিছু ভিডিও আপনাকে মুহূর্তেই অবাক করে। এখন এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এই ভিডিওটি বিশ্বের সবচেয়ে দামি হোটেলের, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের তুতো বোন, আলানা পাণ্ডে।

Advertisment

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের তুতো বোন আলানা পান্ডে দুবাইয়ের 'আটলান্টিস দ্য রয়্যাল' হোটেল স্যুটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওটির সঙ্গে  ক্যাপশনে বলা হয়েছে যে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্যুট যেখানে এক রাত কাটাতে আপনাকে 1 লাখ ডলার (ভারতীয় মুদ্রায় 83 লাখ 22 হাজার টাকা) দিতে হবে।

ক্যাপশনে তিনি বলেছেন, 'এটি বিশ্বের সবচেয়ে দামি হোটেল স্যুটের সফর। এখানে এক রাতের জন্য দিতে হবে ১ লাখ ডলার। বিনিময়ে, আপনি 4টি বেডরুম, স্টিম রুম সহ 4টি বাথরুম, 12-সিটের ডাইনিং রুম/কনফারেন্স রুম, ইনডোর এবং আউটডোর রান্নাঘর, মুভি থিয়েটার, অফিস/লাইব্রেরি,  বার এবং অনান্য সুবিধা পাবেন।'

খবর লেখা পর্যন্ত ভিডিওটিতে লাইক দিয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ। এই ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন- আমার এই ভিডিও  দেখার সামর্থ্যও নেই। আরেক ব্যবহারকারী লিখেছেন- এক রাতের জন্য ১ লাখ ডলার কে দেবে?

এখানে ভাইরাল ভিডিও দেখুন-

viral
Advertisment