ক্যান্সারকে হারিয়ে যুদ্ধজয় একরত্তির। তার যুদ্ধ জয়ের পরেই কথা রাখলেন সলমন। সম্প্রতি ভাইজান তার খুদে ভক্তকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন। জগনবীরের সঙ্গে দেখা করে মাথায় হাত রেখে পাশে থাকার বার্তা। আর তাতেই মন জয় নেটপাড়ার।
বরাবরই অসহায় মানুষের সাহায্যে প্রাণপাত করেছেন বলিউডের ভাইজান সলমন খান। কিছু ঘটনা প্রকাশ্যে এলেও অধিকাংশই থেকে যায় অন্তরালে। সম্প্রতি খুদে ফ্যানকে দেওয়া কথা রেখে লাখো মানুষের মন জয় করেছেন সলমন খান।
৯ রাউন্ড কেমোথেরাপির পরে ক্যান্সারকে হারিয়ে জয়ী হন বছর ৯-য়ের একরত্তি। ২০১৮ সালে যখন জগনবীর মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে ভর্তি ছিল। সেই সময় এক ভিডিও বার্তায় সলমনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে খুদে জগনবীর। এরপর সলমন তার সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যাতে খুদে ছেলেটি জীবন শক্তি পায়। জগনবীর গত বছর ক্যান্সারকে জয় করলে সলমন তার বান্দ্রার বাড়িতে তার সঙ্গে দেখা করেন। যে প্রতিশ্রুতি ভাইজান ক্যানসার আক্রান্ত শিশুকে দিয়েছিলেন তা তিনি পূরণ করেন। যা লাখ লাখ মানুষের মন ছুঁয়ে গিয়েছে।
'ইন্ডিয়ান এক্সপ্রেস'-কে দেওয়া একটি সাক্ষাত্কারে, জগনবীরের মা সুখবীর কৌর জানিয়েছেন, জগনবীরের মস্তিষ্কে একটি টিউমার ধরা পড়ে, যার পরে সে দৃষ্টিশক্তি হারাতে শুরু করে। এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে চিকিত্সকরা দিল্লি বা মুম্বইয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন, জগনের অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে তার বাবা পুষ্পিন্দর তাকে মুম্বই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সুখবীর কৌর জানান, জগনবীর যখন হাসপাতালে ভর্তি ছিল তখন সে সলমনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে একটি ভিডিও তৈরি করে। ভিডিওটি সলমনের কাছে পৌঁছালে তিনি জগনবীরের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যা তিনি পূরণ করেছিলেন।