বিস্ময় বৃদ্ধা! ৯৮ বছর বয়সে ৫ কিমি দৌড় শেষ করে প্রথম স্থান অর্জন করে সকলকে চমকে দেওয়ার পাশাপাশি গড়লেন রেকর্ডও। একঘন্টারও কম সময়ে ৫ কিলোমিটার দৌড় শেষ করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। আর সেই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Advertisment
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, ৯৮বছর বয়সী এক নারী মাত্র ৫৯ মিনিট ৬ সেকেন্ডে ৫ কিলোমিটার দৌড় শেষ করেছেন। ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বয়স তো কেবল একটা সংখ্যা। মনের জোর আর অদম্য জেদকে সঙ্গী করে মানুষ অনায়াসেই যে কোন কিছুকে জয় করতে পারেন। তার প্রমাণ আরও একবার মিলল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে।
সম্প্রতি, এমনই এক মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়েছে, যার ভিডিও দেখে বৃদ্ধাকে স্যালুট জানিয়েছে তামাম বিশ্ব। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে ৫ কিলোমিটার দৌড় শেষ করেছেন। আমেরিকান এই মহিলার নাম বলা হচ্ছে বেটি লিন্ডবার্গ, সম্প্রতি তিনি পাবলিক্স আটলান্টায় রেস শেষ করে জয়ী হয়েছেন। ভিডিওতে দেখা যায় যে মহিলাটি ফিনিশিং লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
‘গুড নিউজ মুভমেন্ট নামে’ একটি অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি এখন পর্যন্ত ২০ লাখের বেশি ভিউ পেয়েছে, যেখানে ২ লাখ ৫৮ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটিকে লাইক করেছেন। বলিউড অভিনেত্রী এষা গুপ্তাও লাইকের মধ্যে রয়েছেন। ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'ইনি একজন কিংবদন্তি।' অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'এটি সর্বকালের সেরা ভিডিও।'