/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/Untitled-design-72.jpg)
খবর পরিবেশকের পিছনের টিভিতে হঠাৎ করেই সেই ক্লিপ ভেসে ওঠে।
Washington: আবহাওয়ার খবরের মধ্যেই কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ দৃশ্যমান পর্ন ছবির ক্লিপ। আর তাতেই শোরগোল ওয়াশিংটনে। জানা গিয়েছে, চ্যানেলের সান্ধ্যকালীন বুলেটিনে যখন আবহাওয়ার খবর সম্প্রচারিত হচ্ছিল, তখন খবর পরিবেশকের পিছনে একটি মহিলার নগ্ন পিঠ ভেসে ওঠে। ঠিক ১৩ সেকেন্ডের সেই ক্লিপ নিয়েই শুরু হয়েছে তদন্ত। যদিও এই অপ্রীতিকর বিষয় নিয়ে চ্যানেল মালিক কিংবা সেই সংবাদ পরিবেশক কেউই কোনও মন্তব্য করেননি।
এমনকি, বিরক্তি ও অসন্তুষ্টি দেখাতে অনেকেই সেই চ্যানেলে ফোন করে অভিযোগ জানিয়েছেন। পুলিশ বলেছে, ‘আমাদের কাছে একাধিক মানুষের অভিযোগ এসেছে। আমারা ঘটনার তদন্ত করছি। এখনও পর্যন্ত স্বেচ্ছায় কেউ এই কান্ড ঘটিয়েছে তদন্তে প্রমাণিত হয়নি।‘
তবে অবস্থা বিচার করে রাত ১১টার শোয়ে সন্ধ্যার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সেই নিউজ চ্যানেল। তারা দুঃখপ্রকাশ সম্প্রচারে বলেছে, ‘একটা অপ্রীতিকর ভিডিও আমাদের সন্ধ্যার বুলেটিনে সম্প্রচার হয়েছে। আগামি দিনে এই অবস্থা যাতে তৈরি না হয় আমরা নিশ্চিত করব।‘
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন