সাজানো থরে থরে ৫০০-এর বাণ্ডিল, রাস্তায় ২৫ লক্ষ কুড়িয়ে পেয়েও ফেরালেন টোটোচালক

ই-রিকশা চালকের সততাকে স্যালুট জানিয়েছেন সকলেই

ই-রিকশা চালকের সততাকে স্যালুট জানিয়েছেন সকলেই

author-image
IE Bangla Web Desk
New Update
E Rickshaw,honesty,Positive News,Viral News,Trending News,Ajab Gajab news in Hindi,Trending News and Views,NDT

ই-রিকশা চালকের সততাকে স্যালুট! ফিরিয়ে দিলেন রাস্তায় পাওয়া ২৫ লাখ টাকার ব্যাগ, চালককে বিরাট সম্মান জানাল পুলিশ। আর এমনই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে ওই চালকের নাম আস মহম্মদ।

Advertisment

সকালে রোজকারে মত সেদিনও নিজের টোটো নিয়ে বাড়ি থেকে বেরোন ভাড়া খাটতে, কিছুটা পথ যেতেই রাস্তার ধারে চোখে পড়ে একটি ব্যাগ, তা খুলতেই চক্ষুচড়কগাছ। থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল। দেখে খানিক হতবম্ভ হয়ে যান তিনি। এত টাকা কখনও একসঙ্গে চোখে দেখেননি। বাড়িতে অভাব, ছেলেমেয়ের পড়াশুনা, অসুস্থ মায়ের চিকিৎসা করাতে প্রতি মাসেই মোটা টাকা চলে যায় তার, সঞ্চয় বলতে কিছুই নেই সেভাবে। এরপরও সেই ২৫ লক্ষ টাকা বিনা দ্বিধায় তুলে দেন পুলিশের হাতে।

Advertisment

থানায় গিয়ে তিনি খুলে বলেন গোটা বিষয়টি। ই-রিকশা চালকের সততাকে স্যালুট জানিয়েছেন পুলিশকর্মীরা। পুলিশের তরফে আস মহম্মদকে সম্মান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সেই ছবি উত্তরপ্রদেশ পুলিশের তরফে শেয়ার করা হয়েছে। ঘটনার পর অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করতে গিয়ে লিখেছেন- আপনার কারণেই সততা বেঁচে আছে।

viral Trending News