মাকে আঘাত সহ্য করতে পারল না সন্তান, জোড়া পায়ে বুকে লাথি অত্যাচারীকে

পিছনে দুই পায়ে করে সামনের পা দিয়ে সে ওই ব্যক্তির বুকে আঘাত করে। যার ফলে মাটিতে পড়ে যান ওই ব্যাক্তি।

পিছনে দুই পায়ে করে সামনের পা দিয়ে সে ওই ব্যক্তির বুকে আঘাত করে। যার ফলে মাটিতে পড়ে যান ওই ব্যাক্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অন্যায় করার পরই সঙ্গে সঙ্গে এল শাস্তি। আছাড় খেয়ে পরলেন এক ব্যক্তি। যা দেখে হেসে খুন নেটপাড়া। গরুকে আঘাত করার পর যে এভাবে শাস্তি পেতে হবে, তা দেখে তাজ্জ্বব নেটাপাড়া। ভিডিও দেখে মনে হচ্ছে, মাকে মারছে ওই ব্যক্তি তাই সহ্য করতে পারল না তার সন্তান। যা দেখে রাগে বদলা নিতে বেশি দেরি করেনি বাছুরটি।

Advertisment

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি গোয়াল ঘরে বেশ কয়েকটি সাদা গরু রয়েছে। এক ব্যক্তি তাদের চালনা করার জন্য হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এমন সময় গররকে নিয়ন্ত্রণ করতে লাঠি দিতে আঘাত করেন। ঠিক সে সময় ঘটনাটি মেনে নিতে না পেরে। সঙ্গে সঙ্গে সে প্রতিশোধ নেয়। পিছনে দুই পায়ে করে সামনের পা দিয়ে সে ওই ব্যক্তির বুকে আঘাত করে। যার ফলে মাটিতে পড়ে যান ওই ব্যাক্তি।

ভিডিওটি প্রায় ২৩ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে লাইক, শেয়ার ও রিটুইট চলেছে। তবে ভিডিয়োটি কোথাকার সে বিষয়ে কোনও উললেখ নেই।

Advertisment

viral viral news