New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/bear_1200_twt.jpg)
সঙ্গে সঙ্গে বন্ধুকে জোড়ালো শব্দ। ভাল্লুক পিছনে দেখতে দেখতে দূরে এগিয়ে যায়। মিশে যায় জঙ্গলে।
পুরো যেন সিনেমা। আগুন , গুলির শব্দের মাঝে উদ্ধার ভাল্লুক। বন বিভাগের কর্মীরা ঝুঁকি নিয়ে ভাল্লুকের নাকের ডগায় গিয়ে উপস্থিত। বেশ কিছু সময় ধরে চলে তাকে উদ্ধারের চেষ্টা। এই ঘটনার ভিডিও ভাইরাল অজস্র নেট নাগরিকদের হাতে।
ঠিক কি দেখা যাচ্ছে ভিডিওতে....
ঘন জঙ্গল। এক গর্তে পরে গিয়েছে ভাল্লুক। কোনও ভাবেই নিজের চেষ্টায় সেখান থেকে উঠতে পারছে না সে। ঘটনাস্থলে এসে পৌঁছান নীলগিরি জঙ্গলের দায়িত্বে থাকা বনবিভাগ কর্মীরা। প্রত্যেকের হাতে আগুনের মশাল। আর এক জন লোহার একটি মইকে আসতে আসতে এগিয়ে দিচ্ছে ভাল্লুকের দিকে। অবশেষে মইটি তার কাছে পৌঁছে দিয়েই দূরে সরে যান কর্মীরা। এবার লাফ দিয়ে উঠে আসে সেই ভাল্লুক। সঙ্গে সঙ্গে বন্ধুকে জোড়ালো শব্দ। ভাল্লুক পিছনে দেখতে দেখতে দূরে এগিয়ে যায়। মিশে যায় জঙ্গলে।
দেখুন ভিডিওটি
How to rescue a bear. With all the risks Nilgiri FD staff did it. In the end you can feel a happy bear. pic.twitter.com/P6RC9tgW5A
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 30, 2020
Read the full story in English