কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল গোটা পরিবার

সকলেই গাইছেন ১৯৭০ সালের দেব আনন্দ ও ওয়াহিদা রহমানের ‘প্রেম পূজারী’ ছবির সেই হিট গান। আর তারই ফাঁকে মাঝে মধ্য়ে পরিবারের খুদে সদস্য়টি খিলখিলিয়ে হেসে উঠছে।

সকলেই গাইছেন ১৯৭০ সালের দেব আনন্দ ও ওয়াহিদা রহমানের ‘প্রেম পূজারী’ ছবির সেই হিট গান। আর তারই ফাঁকে মাঝে মধ্য়ে পরিবারের খুদে সদস্য়টি খিলখিলিয়ে হেসে উঠছে।

author-image
IE Bangla Web Desk
New Update
viral

সেই মুহূর্ত।

গিটারের তালে তালে কিশোর কুমারের সেই ক্লাসিক গান ‘ফুলো কে রং সে’-তে গলা মিলিয়েছেন ওঁরা। সকলেই গাইছেন ১৯৭০ সালের দেব আনন্দ ও ওয়াহিদা রহমানের ‘প্রেম পূজারী’ ছবির সেই হিট গান। আর তারই ফাঁকে মাঝে মধ্য়ে পরিবারের খুদে সদস্য়টি খিলখিলিয়ে হেসে উঠছে। করোনা আবহে এমন কঠিন সময়ে পারিবারিক এই বন্ধন দেখে মজেছেন নেটাগরিকরা।

Advertisment

জীবনযুদ্ধে যে ঝড়ঝাপটাই আসুক না কেন, পরিবারই তো পাশে থাকে। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের সদস্য়দের মুখে একচিলতে হাসি দেখলেই তো সব ক্লান্তি-দুঃখ-যন্ত্রণা নিমেশে দূর হয়ে যায়। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও যেন সেই বার্তাই দিল।

আরও পড়ুন: করোনা কালে প্রেম পেল পরিণতি, ৬৬’র তরুণ ঘর বাঁধলেন ৬৩’র স্বপ্নার সঙ্গে

দেখুন ভিডিও:

Advertisment

ভিডিওটি দেখে কে কী বললেন দেখুন:


Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral