scorecardresearch

সন্তানকে বাঁচাতে মা জিরাফের ‘তাণ্ডব’, শিকার ছেড়ে রণে ভঙ্গ দেয় সিংহ, দেখুন viral video

ভিডিওটি ৫ লাখ ৪৩ হাজারের বেশি ভিউ এবং ১৪ হাজারের বেশি লাইক পেয়েছে

Lioness Attacks Baby Giraffe, Sherni Aur Giraffe Ka Video, Viral Video of lioness & giraffe, Trending Video of lioness & giraffe, Amazing Video of lioness & giraffe, Shocking Video of lioness & giraffe, latest tending Video of lioness & giraffe, trending Video of lioness & giraffe on twitter, trending Video of lioness & giraffe on facebook, trending Video of lioness & giraffe on instagram, trending Video of lioness & giraffe on youtube,

সিংহের থাবা থেকে কোন মতে প্রাণে বাঁচল জিরাফ ছানা। রুদ্ধশ্বাস ভিডিও আপনার মন জয় করবেই। ওয়াইল্ড লাইফ ভিডিও বা বন্যপ্রাণীদের ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মানুষজন এই জাতীয় ভিডিও দেখতে দারুণ পছন্দ করেন।

সম্প্রতি, একটি ওয়াইল্ড লাইফ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে একটি সিংহযে একটি জিরাফ ছানাকে আক্রমণ করতে দেখা যায়। সন্তানকে বাঁচাতে সিংহের সঙ্গে প্রাণপণ লড়াই চালাতে দেখা গেল মা জিরাফকে। আর এই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ইউজারদের মন ছুঁয়ে গিয়েছে।

সিংহকে বলা হয় ‘জঙ্গলের রাজা’। শিকারের সময়, খুব আক্রমণাত্মক হয়ে ওঠে সিংহরা। সিংহের খপ্পর থেকে বেঁচে ফেরা রীতিমত কঠিন বনের অনান্য প্রাণীদের জন্য। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের প্রায়ই তাদের ক্যামেরায় এই ধরনের মুহূর্তগুলি বন্দী করতে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায়। সম্প্রতি এমনই একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে ব্যবহারকারীরা অবাক।

ভাইরাল এই ভিডিওতে একটি সিংহে একটি জিরাফ ছানাকে শিকারে পরিণত করতে দেখা গিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে শিকারে একেবারে সিংহটি তার বাগে নিয়ে আসে। হঠাৎ দেখা যায় মা জিরাফ সন্তানকে উদ্ধারে সিংহের সামনে প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করতে দেখা গেছে সেই সঙ্গে নিজের সন্তানকে সিংহের কবল থেকে রক্ষা করতে তৎপর হয়।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। যেটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে The World of Wild Animals নামের একটি অ্যাকাউন্ট থেকে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সিংহ জিরাফ ছানাকে তার শিকারে পরিণত করে। যা দেখে মা জিরাফ তেড়ে আসতেই রণে ভঙ্গ দেয় সিংহটি। মা জিরাফের সাহসিকতায় একেবারে অবাক ব্যবহারকারীরা। ভিডিওটি ৫ লাখ ৪৩ হাজারের বেশি ভিউ এবং ১৪ হাজারের বেশি লাইক পেয়েছে। যা দেখার পর ব্যবহারকারীদের বিস্ময়কর মন্তব্য করতে দেখা যায়।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: A lioness attacks a baby giraffe