Advertisment

কয়েক ফুট লম্বা কিং কোবরা, উদ্ধার করতে এসে হিমশিম

পশ্চিমে কিং কোবরার আতুরঘর, এটি বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপ বলে মনে করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিষধর সাপের জগতে কিং কোবরা অন্যতম। তার ফণা দেখে ভয়ে শঙ্কিত হতে হয়। ১১ ই জুলাই তামিলনাড়ুর কয়েম্বাতুরের একটি গ্রাম থেকে ১৫ ফুট দীর্ঘ কিং কোবরা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযানের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে যা নেটিজেনদের বিস্মিত করেছে।

Advertisment

নিউজ এজেন্সি এএনআই-এর খবরে বলা হয়েছে, বন বিভাগ কর্তৃক এই কোবরাটি কয়েম্বাতুরের থন্ডামুথুরের নরসীপুরম গ্রাম থেকে উদ্ধার করা হয়। সাপটিকে পরে সিরুওয়ানি বন অঞ্চলে ছেড়ে দেওয়া হয়।

যদিও অনেকে উদ্ধার করার জন্য নির্ভীক বন বিভাগের কর্মকর্তাদের প্রশংসা করেছেন। জানা গিয়েছে, সাপের সাইজ ও তার ছটফটানিতে হিমশিম খেতে হয় বন বিভাগ কর্মীদের।

নেটিজেনদের প্রতিক্রিয়া দেখুন:

কিং কোবরা হ'ল একটি অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ, যা ভারতীয় ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চলের পাওয়া যায়। পশ্চিমে কিং কোবরার আতুরঘর, এটি বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপ বলে মনে করা হয়।

Read the full story in English

Advertisment