New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_00819b.jpg)
এমন আজব ভিডিও দেখে বাকরুদ্ধ নেটপাড়ার মানুষ।
এমন আজব ভিডিও দেখে বাকরুদ্ধ নেটপাড়ার মানুষ।
এমন আজব ভিডিও দেখে বাকরুদ্ধ নেটপাড়ার মানুষ।
Viral Video: ব্যক্তির কাণ্ডে অবাক সকলেই। দেওয়ালের বদলে দরজায় ইন্সটল করেছেন এসি। এমন আজব ভিডিও দেখে বাকরুদ্ধ নেটপাড়ার মানুষ।
নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। এমনই এক ভিডিও সম্প্রতি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে এসিটি ঘরের দেওয়ালের বদলে দরজায় ইন্সটল করেছেন এক ব্যক্তি। আর এসির আউটার ইউনিটটি দরজার ইপর প্রান্তে সেট করেছেন তিনি। এমন কাণ্ড দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে love.connection_ নামের একটি অ্যাকাউন্ট থেকে। খবর লেখা পর্যন্ত ভিডিওটিতে লাইক করেছেন ১ লাখের বেশি। ভিডিওটি দেখার পর মানুষও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন- ইঞ্জিনিয়ারদের চমকে দিয়েছেন এই ব্যক্তি।
আরও পড়ুন : < TATA AC: দিব্যি ঘরে হেঁটে চলে বেড়াবে টাটার এই এসি, ঠাণ্ডায় টেক্কা দেবে বাজার চলতি সব ব্র্যান্ডকেই! >