New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_a9a3b9.jpg)
আজ এমন একটি ভিডিও সামনে এসেছে যা দেখার পর নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না।
আজ এমন একটি ভিডিও সামনে এসেছে যা দেখার পর নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না।
আজ এমন একটি ভিডিও সামনে এসেছে যা দেখার পর নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না।
Viral Video: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনিও অবাক হতে বাধ্য। এক ব্যক্তি একসঙ্গে এতগুলো সিমেন্টের বস্তা তুলে নিয়ে যাচ্ছে যা কারুর পক্ষেই প্রায় অসম্ভব।
সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও প্রতিদিন মানুষকে চমকে দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। বিভিন্ন ধরনের মানুষের মনে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আজ এমন একটি ভিডিও সামনে এসেছে যা দেখার পর নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হেঁটে আসছেন। কিন্তু তিনি তার কাঁধে এত সিমেন্টের বস্তা বোঝাই করেছেন যে সবার পক্ষে তোলা সম্ভব নয়।
আরও পড়ুন : < Ola Electric Scooter: আর মাত্র চার দিন! হাজার হাজার টাকা বাঁচান Ola Electric Scooter-এ, এমন সুযোগ আর পাবেন না >
परिवार का पेट भरने के लिए असंभव कार्य को भी संभव बनाना पड़ता हैं !!
Unbelievable...😳🫡 pic.twitter.com/9N7yXESA33— Sitaram Meghwanshi (@sr_maths7) June 19, 2024
এই ভিডিওটি @sr_maths7 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা, 'পরিবারকে খাওয়ানোর জন্য অসম্ভব কাজকেও সম্ভব করতে হয়।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন হাজার হাজার মানুষ।